ইরানের প্রতিক্রিয়া হবে ‘ব্যতিক্রমী’ হানিয়া হত্যাকাণ্ডের জবাবে
- আপডেট সময় : ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১০১ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরানের সম্ভাব্য পদক্ষেপ। যদিও হামাস নেতার হত্যার পর বেশ কিছু সময় পেরিয়ে গেছে, ইরান এখনও কোনো সরাসরি জবাব দেয়নি। তবে ইরান নিশ্চিত করেছে, তারা কৌশলগতভাবে সঠিক সময় আসলে প্রতিশোধ নেবে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি জানিয়েছেন, ইরান এ ঘটনায় এমন একটি পদক্ষেপ নেবে যা ‘ব্যতিক্রমী এবং আশ্চর্যজনক’ হবে। তিনি রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
সূত্র অনুযায়ী, ইরান কৌশলগত কারণে প্রতিক্রিয়া দানে দেরি করছে, তবে হিজবুল্লাহ ইতোমধ্যেই তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলে হামলা চালিয়েছে।
হানিয়া হত্যাকাণ্ডের পর থেকেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণের একদিন পর, ৩১ জুলাই তেহরানে এই ঘটনা ঘটে। একই সময়ে গাজায় ইসরাইলি আক্রমণের মধ্যেও পশ্চিম তীরে হামলা অব্যাহত ছিল।
ব্রিগেডিয়ার চিজারি আরও উল্লেখ করেছেন, ইসরাইলি দখলদারদের অপরাধ বিশ্বব্যাপী মানুষের কাছে ইসরাইলের নিপীড়নমূলক চরিত্র প্রকাশ করেছে। তিনি সতর্ক করেন যে পশ্চিম তীরে সামরিক আক্রমণ চালিয়ে যাওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হবে।