মেসিবিহীন আর্জেন্টিনার পরিকল্পনা: একাদশে যারা থাকবেন
- আপডেট সময় : ১২:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯ বার পড়া হয়েছে
বিশ্বকাপ জয়, কোপা আমেরিকার টানা সাফল্য, এবং বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষস্থান ধরে রাখা– আর্জেন্টিনার এই সাফল্যের পেছনে লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার অবদান ছিল অসামান্য। তবে এবার তাদের ছাড়াই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। কেমন হবে দল ও নেতৃত্ব, সেই হিসাব মাথায় রেখেই চিলির বিপক্ষে নামবে আর্জেন্টিনা, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টায়।
মেসির ইনজুরি এবং ডি মারিয়ার অবসর নেওয়ার ফলে দলের কৌশলে কিছুটা পরিবর্তন আসবে। সম্ভাবনা রয়েছে, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মিডফিল্ডার রদ্রিগো ডি পল, বা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর মধ্যে কেউ অধিনায়কত্ব করবেন। মেসির অনুপস্থিতিতে, রাইট উইঙ্গে খেলতে পারেন জুভেন্টাসের নিকোলাস গঞ্জালেস, আর লেফট উইঙ্গে লাউতারো মার্টিনেজ। হুলিয়ান আলভারেজকে সেন্ট্রাল ফরোয়ার্ডে দেখা যেতে পারে।
সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, ভ্যালেন্টিন বার্কো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ।