বেনাপোল ও সুন্দরবনের রুট পরিবর্তন প্রত্যাহার ও নতুন ট্রেনের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৫৯ বার পড়া হয়েছে
বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার অথবা নতুন ট্রেনের নিশ্চয়তার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে স্টেশনের প্লাটফর্মে দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে মঞ্জুরুল আলম দুলাল, চৌধুরী আহসানুল করিম হিটু, এস এম কাউসার মাহমুদ, সোনিয়া আক্তার স্মৃতিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন দাবি পূরন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পড়ে মানববন্ধনকারীরা তাদের দাবি সমুহ তুলে ধরে রাজবাড়ী জেলা প্রশাসক ও রেলওয়ে স্টেশন মাষ্টারের মাধ্যমে রেল উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।