10:27 pm, Monday, 24 March 2025

রাজবাড়ীতে চোরাই স্বর্নসহ ব্যবসায়ী ও ২ নারী গ্রেপ্তার

রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ সহ ৩জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের ২৮ কলোনীর হৃদয় হোসেনের স্ত্রী মরিয়ম ও কুলসুম আক্তার উর্মি, ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড বাজারের নিউ মায়া জুয়েলার্সের মালিক নিখিল চন্দ্র সূত্রধর।
মঙ্গলবার রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, রাজবাড়ী সদর উপজেলার কালিচরনপুর গ্রামের সুলাইমান মুন্সীর ছেলে ও বর্তমান দক্ষিণ ভবানীপুর এলাকার বাসিন্ধা মামুনুল ইসলাম বাদী হয়ে মরিয়ম ও হৃদয় হোসেন নামে স্বামী স্ত্রীর নামে চুরির অভিযোগ করেন। গত ১৮ অক্টোবর রাজবাড়ী সদর থানায় মামলা রেকর্ড হয়। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানার চৌকস টিম গত সোমবার (৪ নভেম্বর) বিকেল ৩টার সময় ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর মসজিদপাড়া গ্রামের মোঃ সাইদুর রহমানের ভাড়াবাসা অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর মরিয়মকে জিজ্ঞাসাবাদ কালে সে সোনার রুলি ও টাকা চুরির কথা স্বীকার করে। সে ও তার স্বামী হৃদয় হোসেন মিলে টাকা ও সোনার রুলি চুরি করে নিয়ে সোনার রুলি দুইটি তার স্বামী হৃদয় হোসেন ও তার সতীন কুলসুম আক্তার উর্মি মিলে যোগসাজসে নিখিল চন্দ্র সূত্রধরের নিকট ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড বাজারের নিউ মায়া জুয়েলার্সে বিক্রয় করে। নিখিল চন্দ্র সূত্রধরের নিউ মায়া জুয়েলার্সের মালিক সোনার রুলি ক্রয়ের সময় রুলি গলিয়ে গলিত স্বর্ন ওজন করে ১লক্ষ ২৪ হাজার টাকা পরিশোধ করেন। মরিয়ম বেগমের তথ্য মতে ঢাকা জেলার ধামরাই থার কালামপুর বাসস্ট্যান্ড বাজারের আলহ্বাজ সুপার মার্কেটের নিউ মায়া জুয়েলার্স থেকে নিখিল চন্দ্র সূত্রধরকে গ্রেপ্তার করে। নিখিল চন্দ্র সূত্রধরের কাছ থেকে ২১ ক্যারেটের এক টুকরা গলিত স্বর্ণ ১০ আনা, ১৮ ক্যারেটের দুই টুকরো গলিত স্বর্ণ ৮ আনা উদ্ধার করা হয়। ধৃত আসামীসহ উদ্ধারকৃত স্বর্ন থানায় নিয়ে আসেন এবং আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে মঙ্গলবার রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজবাড়ীতে চোরাই স্বর্নসহ ব্যবসায়ী ও ২ নারী গ্রেপ্তার

Update Time : 12:23:51 pm, Tuesday, 5 November 2024

রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ সহ ৩জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের ২৮ কলোনীর হৃদয় হোসেনের স্ত্রী মরিয়ম ও কুলসুম আক্তার উর্মি, ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড বাজারের নিউ মায়া জুয়েলার্সের মালিক নিখিল চন্দ্র সূত্রধর।
মঙ্গলবার রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, রাজবাড়ী সদর উপজেলার কালিচরনপুর গ্রামের সুলাইমান মুন্সীর ছেলে ও বর্তমান দক্ষিণ ভবানীপুর এলাকার বাসিন্ধা মামুনুল ইসলাম বাদী হয়ে মরিয়ম ও হৃদয় হোসেন নামে স্বামী স্ত্রীর নামে চুরির অভিযোগ করেন। গত ১৮ অক্টোবর রাজবাড়ী সদর থানায় মামলা রেকর্ড হয়। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানার চৌকস টিম গত সোমবার (৪ নভেম্বর) বিকেল ৩টার সময় ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর মসজিদপাড়া গ্রামের মোঃ সাইদুর রহমানের ভাড়াবাসা অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর মরিয়মকে জিজ্ঞাসাবাদ কালে সে সোনার রুলি ও টাকা চুরির কথা স্বীকার করে। সে ও তার স্বামী হৃদয় হোসেন মিলে টাকা ও সোনার রুলি চুরি করে নিয়ে সোনার রুলি দুইটি তার স্বামী হৃদয় হোসেন ও তার সতীন কুলসুম আক্তার উর্মি মিলে যোগসাজসে নিখিল চন্দ্র সূত্রধরের নিকট ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড বাজারের নিউ মায়া জুয়েলার্সে বিক্রয় করে। নিখিল চন্দ্র সূত্রধরের নিউ মায়া জুয়েলার্সের মালিক সোনার রুলি ক্রয়ের সময় রুলি গলিয়ে গলিত স্বর্ন ওজন করে ১লক্ষ ২৪ হাজার টাকা পরিশোধ করেন। মরিয়ম বেগমের তথ্য মতে ঢাকা জেলার ধামরাই থার কালামপুর বাসস্ট্যান্ড বাজারের আলহ্বাজ সুপার মার্কেটের নিউ মায়া জুয়েলার্স থেকে নিখিল চন্দ্র সূত্রধরকে গ্রেপ্তার করে। নিখিল চন্দ্র সূত্রধরের কাছ থেকে ২১ ক্যারেটের এক টুকরা গলিত স্বর্ণ ১০ আনা, ১৮ ক্যারেটের দুই টুকরো গলিত স্বর্ণ ৮ আনা উদ্ধার করা হয়। ধৃত আসামীসহ উদ্ধারকৃত স্বর্ন থানায় নিয়ে আসেন এবং আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে মঙ্গলবার রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়।