সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিননিময়
স্টাফ রিপোর্টার ॥
- আপডেট সময় : ০৭:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ৯৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নতুন পুলিশ সুপার বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, ব্যাক্তি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করবেন। এছাড়া সবার সহযোগিতা নিয়ে জনগণের সেবক হয়ে দ্বায়িত্ব পালন করতে চান। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর রাজবাড়ীতে পুলিশ সুপার হিসাবে যোগদান করেন মোছাঃ শামিমা পারভীন।
ট্যাগস : Rajbaribd.com