রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- আপডেট সময় : ০১:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসনে ইজিবাইক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য সমস্যাগুলোর কথা উল্লেখযোগ্য।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আপনাদের সহযোগিতায় রাজবাড়ীকে একটি সুন্দর ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। জেলা প্রশাসন সকল শ্রেণীর মানুষের চাহিদা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।”
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক। সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসাক, রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি আজু শিকদার, মেহেদী হাসান, মাসুদ রেজা শিশির, সাধারণ সম্পাদক সোহেল রানা, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোটার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, আল মামুন আরজু, রতন মাহমুদ, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সুমন বিশ্বাস, এসএম রাসেল কবিরসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
পরবর্তীতে, সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপস্থিত সকল সাংবাদিকদের সাথে তিনি পরিচিত হন।