12:37 pm, Monday, 24 March 2025

রাজবাড়ীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবি  মানববন্ধন 

রাজবাড়ীতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী। এ সময় বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  চ্যানেল আই প্রতিনিধি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, বাসস প্রতিনিধি মোশাররফ হোসেন, একুশে টেলিভিশন ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, চ্যানেল ২৪ টেলিভিশনের নিজস্ব প্রতি‌বেদক সুমন বিশ্বাস, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ও রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি আজু শিকদার, ৭১ টেলিভিশনের প্রতিনিধি ও রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি মেহেদী হাসান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি ও যুগ্ন সাধারন সম্পাদক রুবেলুর রহমান, বিজয় টিভির প্রতিনিধি আলী আল মামুন যায়যায়দিন পত্রিকার পাংশা প্রতিনিধি ও রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি মাসুদ রেজা শিশির, গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম, মোহনা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. ইউছুফ হোসেন প্রমুখ। সঞ্চলনা করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মো. সোহেল রানা।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিক ইমরান হোসেন মনিম। কিন্তু ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং অবিলম্বে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে বালু মহালের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করতে গেলে মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি ইমরান হোসেন মনিমের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। তাকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করা হয়। ঘটনার পর সেদিন  তিনি রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। সাংবাদিকরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজবাড়ীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবি  মানববন্ধন 

Update Time : 12:26:18 pm, Tuesday, 18 February 2025

রাজবাড়ীতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী। এ সময় বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  চ্যানেল আই প্রতিনিধি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, বাসস প্রতিনিধি মোশাররফ হোসেন, একুশে টেলিভিশন ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, চ্যানেল ২৪ টেলিভিশনের নিজস্ব প্রতি‌বেদক সুমন বিশ্বাস, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ও রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি আজু শিকদার, ৭১ টেলিভিশনের প্রতিনিধি ও রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি মেহেদী হাসান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি ও যুগ্ন সাধারন সম্পাদক রুবেলুর রহমান, বিজয় টিভির প্রতিনিধি আলী আল মামুন যায়যায়দিন পত্রিকার পাংশা প্রতিনিধি ও রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি মাসুদ রেজা শিশির, গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম, মোহনা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. ইউছুফ হোসেন প্রমুখ। সঞ্চলনা করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মো. সোহেল রানা।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিক ইমরান হোসেন মনিম। কিন্তু ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং অবিলম্বে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে বালু মহালের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করতে গেলে মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি ইমরান হোসেন মনিমের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। তাকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করা হয়। ঘটনার পর সেদিন  তিনি রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। সাংবাদিকরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।