1:00 pm, Monday, 24 March 2025

রাজবাড়ী‌তে ১২০ টাকায় ৩১ জন পে‌লো পুলি‌শে চাক‌রি

মাত্র ১২০ টাকায় সম্পূর্ণ মেধা ও যোগ‌্যতার ভি‌ত্তি‌তে রাজবাড়ীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথ‌মিক ভা‌বে ৩১ জন তরুন-তরুনী‌কে চুরান্ত ভা‌বে নির্বা‌চিত করা হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে ৮ নারী ও ২৩ জন পুরুষ সদস্য রয়েছে। এছাড়া ৫ জন‌কে রাখা হ‌য়ে‌ছে অ‌পেক্ষমান তা‌লিকায়।
রবিবার (২০ নভেম্বর) রাত সোয়া ৯টায় রাজবাড়ী পু‌লিশ লাইনস ড্রিল শে‌ডে প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের তা‌লিকা প্রকাশ এবং ফুল দি‌য়ে তা‌দের অভিনন্দন জানান রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) মোছাঃ শামিমা পার‌ভীন। এ সময় খুশি‌তে আবেগাপ্লুত হ‌য়ে প‌ড়েন নির্বা‌চিত পরীক্ষার্থী ও অ‌ভিভাবকগণ এবং আবেদন ফি ১২০ টাকা ছাড়া আর কোন টাকা না লাগায় পুলিশ সুপা‌রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ছেন নির্বা‌চিতরা।

জানা‌গে‌ছে, রাজবাড়ী‌তে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩৫৪ জন প্রার্থী লি‌খিত পরীক্ষায় অংশ নেয়। এরম‌ধ্যে থে‌কে ১০৭ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। পরবর্তী‌তে মৌ‌খিক পরীক্ষা শে‌ষে প্রাথ‌মিক ভা‌বে ৩১ জনকে চুরান্ত ও ৫ জন‌কে অ‌পেক্ষমান তা‌লিকায় রাখা হ‌য়ে‌ছে।

পরীক্ষায় নির্বা‌চিত হওয়া র‌হিম বিশ্বাস ব‌লেন, আমার বাবা একজন দিন মুজুর । যখন যে কাজ পায় সে কাজ ক‌রে। আমি নানা বা‌ড়ি থেকে বড় হ‌য়েছি। আজ মেধা ও‌ যোগ‌্যতার ভি‌ত্তি‌তে ১২০ টাকায় আমার চাক‌রি হ‌য়ে‌ছে। এই চাক‌রি পে‌য়ে আমার যেমন আনন্দ লাগ‌ছে, তে‌মনি আমি উপকৃত হ‌য়েছি ।

মাছুমা আক্তার বৈশাখী ব‌লেন, আমার বাবা একজন রিক্মা চালক। টিউশ‌নি ক‌রে আমি আমার পড়াশুনা চা‌লি‌য়ে‌ছি এবং খুব কষ্ট করে বড় হ‌য়ে‌ছি।  পুলি‌শের চাক‌রির বিজ্ঞ‌প্তি দে‌খে আমি ১২০টাকা দি‌য়ে আবেদন ক‌রি আজ চাক‌রি পে‌য়ে‌ছি। খুব ভাল লাগ‌ছে।

চা‌য়ের দোকানদার সুমন মিয়া ব‌লেন, চা‌য়ের দোকান ক‌রে ছে‌লেকে অ‌নেক কষ্ট ক‌রে পড়াশুনা ক‌রি‌য়েছি। পুলিশে চাক‌রির পরীক্ষায় সে আজ টি‌কে‌ছে এবং কোন টাকা পয়সা ছারাই আমার ছে‌লের চাক‌রি হইছে। আল্লাহর কা‌ছে লাখ লাখ শুক‌রিয়া, তি‌নি আমার স্বপ্ন পুরন করে‌ছে।

রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) মোছাঃ শামিমা পার‌ভীন ব‌লেন, রাজবাড়ী‌তে পরীক্ষায় যারা অংশ গ্রহন ক‌রে‌ছে তা‌দের ম‌ধ্যে থেকে ৩১ জন‌কে চুরান্ত ভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছে। মাত্র ১২০ টাকায় অনলাইনে আবেদ‌নের মাধ‌্যমে পুলিশ বা‌হিনীর সদস‌্য হওয়ার সু‌যোগ লাভ ক‌রে‌ছে। নির্বা‌চিতদের ম‌ধ্যে বি‌ভিন্ন পেশার মানু‌ষের সন্তান র‌য়ে‌ছে। যারা মেধা ও সম্পূর্ণ যোগ‌্যতা ভি‌ত্তি‌তে এই পর্যন্ত এসে‌ছে। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজবাড়ী‌তে ১২০ টাকায় ৩১ জন পে‌লো পুলি‌শে চাক‌রি

Update Time : 11:49:46 am, Monday, 25 November 2024

মাত্র ১২০ টাকায় সম্পূর্ণ মেধা ও যোগ‌্যতার ভি‌ত্তি‌তে রাজবাড়ীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথ‌মিক ভা‌বে ৩১ জন তরুন-তরুনী‌কে চুরান্ত ভা‌বে নির্বা‌চিত করা হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে ৮ নারী ও ২৩ জন পুরুষ সদস্য রয়েছে। এছাড়া ৫ জন‌কে রাখা হ‌য়ে‌ছে অ‌পেক্ষমান তা‌লিকায়।
রবিবার (২০ নভেম্বর) রাত সোয়া ৯টায় রাজবাড়ী পু‌লিশ লাইনস ড্রিল শে‌ডে প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের তা‌লিকা প্রকাশ এবং ফুল দি‌য়ে তা‌দের অভিনন্দন জানান রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) মোছাঃ শামিমা পার‌ভীন। এ সময় খুশি‌তে আবেগাপ্লুত হ‌য়ে প‌ড়েন নির্বা‌চিত পরীক্ষার্থী ও অ‌ভিভাবকগণ এবং আবেদন ফি ১২০ টাকা ছাড়া আর কোন টাকা না লাগায় পুলিশ সুপা‌রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ছেন নির্বা‌চিতরা।

জানা‌গে‌ছে, রাজবাড়ী‌তে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩৫৪ জন প্রার্থী লি‌খিত পরীক্ষায় অংশ নেয়। এরম‌ধ্যে থে‌কে ১০৭ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। পরবর্তী‌তে মৌ‌খিক পরীক্ষা শে‌ষে প্রাথ‌মিক ভা‌বে ৩১ জনকে চুরান্ত ও ৫ জন‌কে অ‌পেক্ষমান তা‌লিকায় রাখা হ‌য়ে‌ছে।

পরীক্ষায় নির্বা‌চিত হওয়া র‌হিম বিশ্বাস ব‌লেন, আমার বাবা একজন দিন মুজুর । যখন যে কাজ পায় সে কাজ ক‌রে। আমি নানা বা‌ড়ি থেকে বড় হ‌য়েছি। আজ মেধা ও‌ যোগ‌্যতার ভি‌ত্তি‌তে ১২০ টাকায় আমার চাক‌রি হ‌য়ে‌ছে। এই চাক‌রি পে‌য়ে আমার যেমন আনন্দ লাগ‌ছে, তে‌মনি আমি উপকৃত হ‌য়েছি ।

মাছুমা আক্তার বৈশাখী ব‌লেন, আমার বাবা একজন রিক্মা চালক। টিউশ‌নি ক‌রে আমি আমার পড়াশুনা চা‌লি‌য়ে‌ছি এবং খুব কষ্ট করে বড় হ‌য়ে‌ছি।  পুলি‌শের চাক‌রির বিজ্ঞ‌প্তি দে‌খে আমি ১২০টাকা দি‌য়ে আবেদন ক‌রি আজ চাক‌রি পে‌য়ে‌ছি। খুব ভাল লাগ‌ছে।

চা‌য়ের দোকানদার সুমন মিয়া ব‌লেন, চা‌য়ের দোকান ক‌রে ছে‌লেকে অ‌নেক কষ্ট ক‌রে পড়াশুনা ক‌রি‌য়েছি। পুলিশে চাক‌রির পরীক্ষায় সে আজ টি‌কে‌ছে এবং কোন টাকা পয়সা ছারাই আমার ছে‌লের চাক‌রি হইছে। আল্লাহর কা‌ছে লাখ লাখ শুক‌রিয়া, তি‌নি আমার স্বপ্ন পুরন করে‌ছে।

রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) মোছাঃ শামিমা পার‌ভীন ব‌লেন, রাজবাড়ী‌তে পরীক্ষায় যারা অংশ গ্রহন ক‌রে‌ছে তা‌দের ম‌ধ্যে থেকে ৩১ জন‌কে চুরান্ত ভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছে। মাত্র ১২০ টাকায় অনলাইনে আবেদ‌নের মাধ‌্যমে পুলিশ বা‌হিনীর সদস‌্য হওয়ার সু‌যোগ লাভ ক‌রে‌ছে। নির্বা‌চিতদের ম‌ধ্যে বি‌ভিন্ন পেশার মানু‌ষের সন্তান র‌য়ে‌ছে। যারা মেধা ও সম্পূর্ণ যোগ‌্যতা ভি‌ত্তি‌তে এই পর্যন্ত এসে‌ছে। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।