ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেস ট্রেন স্থান্তরের সিদ্ধান্ত বাতিলের দা‌বি‌, রাজবাড়ীতে বি‌ক্ষোভ 

স্টাফ রিপোর্টার ॥
  • আপডেট সময় : ০৭:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ৮৫ বার পড়া হয়েছে

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হ‌য়ে চলাচ‌লের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ ক‌রে‌ছে সাধারণ জনতা।

রাত পৌ‌নে ৮ টার দি‌কে রাজবাড়ী স্টেশ‌নে ট্রেন‌টি আট‌কে রে‌খে এ বি‌ক্ষোভ করা হয়। এ সময় ফ‌রিদপু‌রের ভা‌টিয়াপাড়া থে‌কে ছে‌ড়ে আসা ভাঙ্গাগা‌মি রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে স্টেশন চত্বরে বিভিন্ন স্লোগান দেন তারা।

এসময় বক্তারা ব‌লেন, খুলনা থে‌কে ছে‌ড়ে আসা সুন্দরবন এক্স‌প্রেস ও বেনা‌পোল থে‌কে ছে‌ড়ে আসা ঢাকা গা‌মি বেনা‌পোল এক্স‌প্রেস ট্রেন দুই‌টি আগামী ১৫ তা‌রিখ থে‌কে অন‌্য রু‌টে চলাচল কর‌বে এমন খবর জান‌তে পা‌রেন তারা। ট্রেনের রুট প‌রিবর্তন হ‌লে রাজবাড়ীসহ আশপা‌শের ক‌য়েক‌টি জেলার মানুষ রেল সেবা থে‌কে ব‌ঞ্চি‌ত হ‌বে। যে কার‌ণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হ‌য়ে চলাচ‌লের দাবি তা‌দের। দা‌বি আদায় না হলে আরও ক‌ঠোর আ‌ন্দোল‌নে যা‌বেন ব‌লে হু‌শিয়া‌রি দেন। বি‌ক্ষোভকারী‌দের দা‌বি উদ্ধর্তন কতৃপক্ষ‌কে জানা‌নোর আশ্বা‌সে এক ঘন্টাপর ট্রেন অব‌রোধ তু‌লে নেওয়া হয়।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেস ট্রেন স্থান্তরের সিদ্ধান্ত বাতিলের দা‌বি‌, রাজবাড়ীতে বি‌ক্ষোভ 

আপডেট সময় : ০৭:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হ‌য়ে চলাচ‌লের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ ক‌রে‌ছে সাধারণ জনতা।

রাত পৌ‌নে ৮ টার দি‌কে রাজবাড়ী স্টেশ‌নে ট্রেন‌টি আট‌কে রে‌খে এ বি‌ক্ষোভ করা হয়। এ সময় ফ‌রিদপু‌রের ভা‌টিয়াপাড়া থে‌কে ছে‌ড়ে আসা ভাঙ্গাগা‌মি রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে স্টেশন চত্বরে বিভিন্ন স্লোগান দেন তারা।

এসময় বক্তারা ব‌লেন, খুলনা থে‌কে ছে‌ড়ে আসা সুন্দরবন এক্স‌প্রেস ও বেনা‌পোল থে‌কে ছে‌ড়ে আসা ঢাকা গা‌মি বেনা‌পোল এক্স‌প্রেস ট্রেন দুই‌টি আগামী ১৫ তা‌রিখ থে‌কে অন‌্য রু‌টে চলাচল কর‌বে এমন খবর জান‌তে পা‌রেন তারা। ট্রেনের রুট প‌রিবর্তন হ‌লে রাজবাড়ীসহ আশপা‌শের ক‌য়েক‌টি জেলার মানুষ রেল সেবা থে‌কে ব‌ঞ্চি‌ত হ‌বে। যে কার‌ণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হ‌য়ে চলাচ‌লের দাবি তা‌দের। দা‌বি আদায় না হলে আরও ক‌ঠোর আ‌ন্দোল‌নে যা‌বেন ব‌লে হু‌শিয়া‌রি দেন। বি‌ক্ষোভকারী‌দের দা‌বি উদ্ধর্তন কতৃপক্ষ‌কে জানা‌নোর আশ্বা‌সে এক ঘন্টাপর ট্রেন অব‌রোধ তু‌লে নেওয়া হয়।