ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ছিনতাই হওয়া চিনি বোঝাই ট্রাক যশোর থেকে উদ্ধার, আটক ৫

সোহেল রানা ॥
  • আপডেট সময় : ১২:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / ৪৬ বার পড়া হয়েছে

ট্রাক বোঝাই চিনি নিয়ে সিলেট থেকে রংপুর যাওয়ার সময় ছিনতাই হওয়া একটি ট্রাক চিনিসহ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। এসময় ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো, যশোর কোতয়ালি থানার কচুয়া গ্রামের মোঃ কুদ্দুস খানের ছেলে শামীম রেজা (৩৪), একই গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে নাজিম খান (৩৮), মনসেপুর গ্রামের মোঃ ইউনুস মোল্লার ছেলে আলমগীর হোসেন (৩৩), কেশবপুর থানার মধ্যকুল সরদার পাড়ার মোঃ লিয়াকত আলী সরদারের ছেলে ট্রাক ড্রাইভার আবুল বাশার (৩০), মৃত ওয়াজেদের ছেলে মোঃ বাবু মিয়া (২৫)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১ টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীন।

ব্রিফিংয়ে তিনি জানান, গত ২৭ অক্টোবর মোঃ তানজিল ইসলাম বেপারী বাদী হয়ে অজ্ঞাত ৩/৪ জনের নামে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য উপাত্ত বিশ্লেষণ পূর্বক ২৮ অক্টোবর দিনগত রাতভর যশোর জেলার কোতোয়ালি মডেল থানা, অভয়নগর থানা ও কেশবপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত শামীম রেজা, নাজিম খান, আলমগীর হোসেন, ট্রাক ড্রাইভার আবুল বাশার, মোঃ বাবু মিয়াকে আটক করেন। এসময় তাদের নিকট থেকে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনি, চিনি বিক্রয়ের নগদ ২ লক্ষ টাকা এবং চিনি পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামিদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, চলতি মাসের গত ২৪ অক্টোবর বিকেল ৫ টায় জননী ফুড প্রোডাক্টের খাদিম নগর বিসিক থেকে ৪শ বস্তা চিনি ঢাকা মেট্রো ট-২২-৯৯৭০ নাম্বারের ট্রাকে করে কোম্পানির শ্রমিক মোঃ সারোয়ার হোসেনসহ সিলেট থেকে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রীজ এলাকায় গত ২৬ অক্টোবর একটি সাদা প্রাইভেটকার যোগে ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি ট্রাক থামিয়ে শ্রমিক সরোয়ার হোসেনকে মারপিট করে হাত-পা বেঁধে ফরিদপুর কানাইপুর এলাকায় ফেলে রেখে ট্রাক নিয়ে চলে যায়। পরে সারোয়ার হোসেন ভোর ৪ টার সময় হাত পায়ের বাধঁন খুলে প্রথমে ঘটনাটি তার ভাই মোঃ মোবারক হোসেনকে জানায়। মোবারক হোসেন ঘটনা জানার পরপরই কোম্পানীর জিএম মোঃ তানজিলকে অবহিত করলে তানজিল নিজে বাদী হয়ে ২৭ অক্টোবর রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে ছিনতাই হওয়া চিনি বোঝাই ট্রাক যশোর থেকে উদ্ধার, আটক ৫

আপডেট সময় : ১২:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

ট্রাক বোঝাই চিনি নিয়ে সিলেট থেকে রংপুর যাওয়ার সময় ছিনতাই হওয়া একটি ট্রাক চিনিসহ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। এসময় ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো, যশোর কোতয়ালি থানার কচুয়া গ্রামের মোঃ কুদ্দুস খানের ছেলে শামীম রেজা (৩৪), একই গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে নাজিম খান (৩৮), মনসেপুর গ্রামের মোঃ ইউনুস মোল্লার ছেলে আলমগীর হোসেন (৩৩), কেশবপুর থানার মধ্যকুল সরদার পাড়ার মোঃ লিয়াকত আলী সরদারের ছেলে ট্রাক ড্রাইভার আবুল বাশার (৩০), মৃত ওয়াজেদের ছেলে মোঃ বাবু মিয়া (২৫)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১ টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীন।

ব্রিফিংয়ে তিনি জানান, গত ২৭ অক্টোবর মোঃ তানজিল ইসলাম বেপারী বাদী হয়ে অজ্ঞাত ৩/৪ জনের নামে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য উপাত্ত বিশ্লেষণ পূর্বক ২৮ অক্টোবর দিনগত রাতভর যশোর জেলার কোতোয়ালি মডেল থানা, অভয়নগর থানা ও কেশবপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত শামীম রেজা, নাজিম খান, আলমগীর হোসেন, ট্রাক ড্রাইভার আবুল বাশার, মোঃ বাবু মিয়াকে আটক করেন। এসময় তাদের নিকট থেকে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনি, চিনি বিক্রয়ের নগদ ২ লক্ষ টাকা এবং চিনি পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামিদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, চলতি মাসের গত ২৪ অক্টোবর বিকেল ৫ টায় জননী ফুড প্রোডাক্টের খাদিম নগর বিসিক থেকে ৪শ বস্তা চিনি ঢাকা মেট্রো ট-২২-৯৯৭০ নাম্বারের ট্রাকে করে কোম্পানির শ্রমিক মোঃ সারোয়ার হোসেনসহ সিলেট থেকে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রীজ এলাকায় গত ২৬ অক্টোবর একটি সাদা প্রাইভেটকার যোগে ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি ট্রাক থামিয়ে শ্রমিক সরোয়ার হোসেনকে মারপিট করে হাত-পা বেঁধে ফরিদপুর কানাইপুর এলাকায় ফেলে রেখে ট্রাক নিয়ে চলে যায়। পরে সারোয়ার হোসেন ভোর ৪ টার সময় হাত পায়ের বাধঁন খুলে প্রথমে ঘটনাটি তার ভাই মোঃ মোবারক হোসেনকে জানায়। মোবারক হোসেন ঘটনা জানার পরপরই কোম্পানীর জিএম মোঃ তানজিলকে অবহিত করলে তানজিল নিজে বাদী হয়ে ২৭ অক্টোবর রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।