রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত
- আপডেট সময় : ১২:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” প্রতিপাদ্যে রাজবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারী ও পুরুষদের জন্য আলাদা ওয়াকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে, রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস এবং রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা” বিষয়ক মুক্ত আড্ডার আয়োজন করা হয়। স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে আড্ডাটি পরিচালনা করেন। রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস আড্ডার সূচনা বক্তব্য দেন। আড্ডায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরে কল্যাণমূলক সমাজ গঠনে সমাজসেবার গুরুত্ব তুলে ধরেন। এদিকে জেলার সকল উপজেলায় দিবসটি নানা আয়োজনে পালিত হয়।