ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায়ও সচল হয়নি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র, সব ইউনিট বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ৫২৫ মেগাওয়াট ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ২৪ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই উৎপাদন স্থগিত করেছে। সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়, যদিও অন্য দুই ইউনিট আগেই বন্ধ ছিল।

কর্তৃপক্ষ জানায়, তৃতীয় ইউনিটের অয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ায় এটি বন্ধ হয়। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটটি মাত্র চার দিন আগে চালু হয়েছিল। তবে দৈনিক ২,৩০০ টন কয়লার প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও এটি দীর্ঘ ৩৬ দিন বন্ধ থাকার পর আবার চালু করা হয়। এর পাশাপাশি ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটটি সংস্কারের জন্য বন্ধ রয়েছে এবং ২ নম্বর ইউনিটটিও বন্ধ রয়েছে।

বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনিতে ২ লাখ টন কয়লা মজুত আছে, তবে তাপবিদ্যুৎকেন্দ্রটি সম্পূর্ণরূপে চালু না থাকায় উত্তরাঞ্চলের আটটি জেলায় ব্যাপক লোডশেডিং চলছে। তৃতীয় ইউনিট চালু করতে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে অয়েল পাম্প আসার অপেক্ষায় রয়েছে বিদ্যুৎকেন্দ্রটি।

প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক জানান, চীনা কারিগরি সহায়তায় নির্মিত এ তাপবিদ্যুৎকেন্দ্রটি ২০০৬ সালে স্থাপন করা হয়, যার মূল লক্ষ্য ছিল উত্তরাঞ্চলের বিদ্যুৎ চাহিদা পূরণ করা।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায়ও সচল হয়নি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র, সব ইউনিট বন্ধ

আপডেট সময় : ০৮:১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ৫২৫ মেগাওয়াট ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ২৪ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই উৎপাদন স্থগিত করেছে। সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়, যদিও অন্য দুই ইউনিট আগেই বন্ধ ছিল।

কর্তৃপক্ষ জানায়, তৃতীয় ইউনিটের অয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ায় এটি বন্ধ হয়। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটটি মাত্র চার দিন আগে চালু হয়েছিল। তবে দৈনিক ২,৩০০ টন কয়লার প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও এটি দীর্ঘ ৩৬ দিন বন্ধ থাকার পর আবার চালু করা হয়। এর পাশাপাশি ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটটি সংস্কারের জন্য বন্ধ রয়েছে এবং ২ নম্বর ইউনিটটিও বন্ধ রয়েছে।

বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনিতে ২ লাখ টন কয়লা মজুত আছে, তবে তাপবিদ্যুৎকেন্দ্রটি সম্পূর্ণরূপে চালু না থাকায় উত্তরাঞ্চলের আটটি জেলায় ব্যাপক লোডশেডিং চলছে। তৃতীয় ইউনিট চালু করতে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে অয়েল পাম্প আসার অপেক্ষায় রয়েছে বিদ্যুৎকেন্দ্রটি।

প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক জানান, চীনা কারিগরি সহায়তায় নির্মিত এ তাপবিদ্যুৎকেন্দ্রটি ২০০৬ সালে স্থাপন করা হয়, যার মূল লক্ষ্য ছিল উত্তরাঞ্চলের বিদ্যুৎ চাহিদা পূরণ করা।