ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে কমিউনিটি পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবি  মানববন্ধন  পাংশা মহাশ্মশানে ৯ দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠান ও মেলা রাজবাড়ীতে কৃষি কর্মকর্তার আপত্তিকর ভিডিও ফাঁস! গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে রাজবাড়ীতে চোরাই মালামালসহ যুবক গ্রেফতার দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ী‌তে পৌর বিএন‌পি’র সাংবা‌দিক স‌ম্মেলন গোয়ালন্দে গাঁজা চাষি গ্রেপ্তার পাংশায় মাটি বিক্রি ও রাস্তা নির্মান বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৭

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে গুরুতর আহত রাজবাড়ীর যুবক আরমান

সোহেল রানা ॥
  • আপডেট সময় : ১২:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৩১৯ বার পড়া হয়েছে

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের আকরাম মন্ডলের ছেলে আরমান মন্ডল (২১)। পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে পাড়ি জমাতে চান। আরমান সহ কয়েকজনের সঙ্গে আলাদা চুক্তি করে রাজধানীর রিক্রুট এজেন্সি ড্রিম হোম ট্রাভেলস। গত বছরের ১২ অক্টোবর আরমানের সাথে চুক্তি হয়।

তাদের ১০ জন তরুণকে প্রথমে ওমরাহ ভিসায় সৌদি আরবে পাঠায় ড্রিম হোম ট্রাভেল। সেখান থেকে তাঁদের বিক্রি করে দেওয়া হয় রাশিয়ান একটি চক্রের কাছে। রাশিয়ায় পৌঁছানোর পর তাঁদের এক মাসব্যাপী কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হয়। কৌশলে দু’জন দেশে ফিরে আসতে সমর্থ হলেও ফেঁসে যান বাকি আটজন। তাঁদের জোরপূর্বক মারধর করে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়।

মুঠোফোনে আরমান বলেন, চকলেট ফ্যাক্টরীর চাকুরী দেবার কথা বলে ভয়-ভীতি দেখিয়ে নিযুক্ত করা হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) ওই যুদ্ধে স্থলমাইন বিস্ফোরণে মারাত্নক আহত হাসপাতালে এখন চিকিৎসা গ্রহণ করছি। আমরা বারবার তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের কর্মী ভিসায় পাঠানো হয়েছে। আমরা কোনো যুদ্ধে অংশ নিতে চাই না। এর পরও আমাদের যুদ্ধের প্রশিক্ষণ দেয়। রাশিয়ান কমান্ডোরা মারধর করে আমাদের যুদ্ধে নিয়ে যায়। আমাদের সামরিক পোশাক পরিয়ে হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেওয়া হয়। রাশিয়ার কিয়েভে ড্রোন হামলা ও স্থলমাইন বিস্ফোরণ হলে আমার সামনে থাকা জিপে আটজনই প্রাণ হারান। আমি পেছনে মোটরসাইকেলে থাকায় প্রাণে বেঁচে যাই। আমি এখন দেশে ফিরতে চাই।’ পাসপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, আরমানের জন্ম ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি। রাশিয়ায় প্রশিক্ষণ শেষে তাঁকে যে সৈনিক নম্বর দেওয়া হয়েছে, তার একটি ছবিও পাওয়া গেছে। প্রাপ্ত ছবিতে দেখা গেছে, তাঁর আইডি নম্বর এ৫-১৯৭০৫৯। সে বর্তমান রাশিয়ার রোস্তভ অন ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা আরমানের বাড়ীতে গিয়ে দেখা যায় পরিবারে চলছে শুধুই কান্নার রোল। তার মা সহ পরিবারের স্বজনরা করছেন আহাজারী।
হাতে তজবিহ ও বুকে ছেলের ছবি জড়িয়ে ধরে আহাজারী করতে থাকা আরমানের মা ফাহিমা বেগম বলেন, তাদের প্রতিবেশি মৃত ফটিক মন্ডলের জামাতা বালিয়াকান্দি উপজেলার হোগলাড়াঙ্গী গ্রামের বাসিন্দা আদম ব্যবসায়ী মঞ্জুরুল খান গত দুই বছর পূর্বে রোমানিয়া পাঠানোর কথা বলে ৬০ হাজার টাকা নেন। তবে সে দীর্ঘ দিন ধরে তালবাহানা করার পাশাপাশি রাশিয়ার চকলেট ফ্যাক্টরীর চাকুরীর কথা বলে আরমানকে। প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে তারা ৩মাস পূর্বে আরমানকে রাশিয়া পাঠানোর কথা বলে প্রথমে সৌদী আরব পাঠায়। সেখানে আদম ব্যবসায়ীরা আরমানকে ওমরা হজ¦ পালন করায়। এরপর তাকে নিয়ে যায় কাতারে। সেখান থেকে দেড় মাস পূর্বে তাকে রাশিয়া নিয়ে যায়। আর রাশিয়া পৌছানোর পর তাকে বিভিন্ন কারখানা ও ক্যান্টনমেন্টে মালি বা বাবুর্চির কাজ দেওয়ার কথা বলে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়। সেনা সদস্যরা তাদের প্রায় একমাস প্রশিক্ষণ প্রদান করে। এখন তার একমাত্র ছেলে মারাত্নক আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে।
আরমান ছাড়াও নরসিংদীর তুহিন, সোহান, মোবারক, ঢাকার আমিনুল, গাইবান্ধার হুমায়ন কবির, রহমত আলী, আকরাম রয়েছে সেখানে।
স্থানীয় ইউপি মেম্বর জাহিদুল ইসলাম, আরমানের চাচা আতিয়ার রহমান, চাচী রাফেজা বেগম, দাদি রাবেয়া বেগম বলেন, আমার আরমানকে ফেরৎ চাই, আর অপরাধীদের শাস্তি চাই।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে গুরুতর আহত রাজবাড়ীর যুবক আরমান

আপডেট সময় : ১২:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের আকরাম মন্ডলের ছেলে আরমান মন্ডল (২১)। পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে পাড়ি জমাতে চান। আরমান সহ কয়েকজনের সঙ্গে আলাদা চুক্তি করে রাজধানীর রিক্রুট এজেন্সি ড্রিম হোম ট্রাভেলস। গত বছরের ১২ অক্টোবর আরমানের সাথে চুক্তি হয়।

তাদের ১০ জন তরুণকে প্রথমে ওমরাহ ভিসায় সৌদি আরবে পাঠায় ড্রিম হোম ট্রাভেল। সেখান থেকে তাঁদের বিক্রি করে দেওয়া হয় রাশিয়ান একটি চক্রের কাছে। রাশিয়ায় পৌঁছানোর পর তাঁদের এক মাসব্যাপী কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হয়। কৌশলে দু’জন দেশে ফিরে আসতে সমর্থ হলেও ফেঁসে যান বাকি আটজন। তাঁদের জোরপূর্বক মারধর করে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়।

মুঠোফোনে আরমান বলেন, চকলেট ফ্যাক্টরীর চাকুরী দেবার কথা বলে ভয়-ভীতি দেখিয়ে নিযুক্ত করা হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) ওই যুদ্ধে স্থলমাইন বিস্ফোরণে মারাত্নক আহত হাসপাতালে এখন চিকিৎসা গ্রহণ করছি। আমরা বারবার তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের কর্মী ভিসায় পাঠানো হয়েছে। আমরা কোনো যুদ্ধে অংশ নিতে চাই না। এর পরও আমাদের যুদ্ধের প্রশিক্ষণ দেয়। রাশিয়ান কমান্ডোরা মারধর করে আমাদের যুদ্ধে নিয়ে যায়। আমাদের সামরিক পোশাক পরিয়ে হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেওয়া হয়। রাশিয়ার কিয়েভে ড্রোন হামলা ও স্থলমাইন বিস্ফোরণ হলে আমার সামনে থাকা জিপে আটজনই প্রাণ হারান। আমি পেছনে মোটরসাইকেলে থাকায় প্রাণে বেঁচে যাই। আমি এখন দেশে ফিরতে চাই।’ পাসপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, আরমানের জন্ম ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি। রাশিয়ায় প্রশিক্ষণ শেষে তাঁকে যে সৈনিক নম্বর দেওয়া হয়েছে, তার একটি ছবিও পাওয়া গেছে। প্রাপ্ত ছবিতে দেখা গেছে, তাঁর আইডি নম্বর এ৫-১৯৭০৫৯। সে বর্তমান রাশিয়ার রোস্তভ অন ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা আরমানের বাড়ীতে গিয়ে দেখা যায় পরিবারে চলছে শুধুই কান্নার রোল। তার মা সহ পরিবারের স্বজনরা করছেন আহাজারী।
হাতে তজবিহ ও বুকে ছেলের ছবি জড়িয়ে ধরে আহাজারী করতে থাকা আরমানের মা ফাহিমা বেগম বলেন, তাদের প্রতিবেশি মৃত ফটিক মন্ডলের জামাতা বালিয়াকান্দি উপজেলার হোগলাড়াঙ্গী গ্রামের বাসিন্দা আদম ব্যবসায়ী মঞ্জুরুল খান গত দুই বছর পূর্বে রোমানিয়া পাঠানোর কথা বলে ৬০ হাজার টাকা নেন। তবে সে দীর্ঘ দিন ধরে তালবাহানা করার পাশাপাশি রাশিয়ার চকলেট ফ্যাক্টরীর চাকুরীর কথা বলে আরমানকে। প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে তারা ৩মাস পূর্বে আরমানকে রাশিয়া পাঠানোর কথা বলে প্রথমে সৌদী আরব পাঠায়। সেখানে আদম ব্যবসায়ীরা আরমানকে ওমরা হজ¦ পালন করায়। এরপর তাকে নিয়ে যায় কাতারে। সেখান থেকে দেড় মাস পূর্বে তাকে রাশিয়া নিয়ে যায়। আর রাশিয়া পৌছানোর পর তাকে বিভিন্ন কারখানা ও ক্যান্টনমেন্টে মালি বা বাবুর্চির কাজ দেওয়ার কথা বলে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়। সেনা সদস্যরা তাদের প্রায় একমাস প্রশিক্ষণ প্রদান করে। এখন তার একমাত্র ছেলে মারাত্নক আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে।
আরমান ছাড়াও নরসিংদীর তুহিন, সোহান, মোবারক, ঢাকার আমিনুল, গাইবান্ধার হুমায়ন কবির, রহমত আলী, আকরাম রয়েছে সেখানে।
স্থানীয় ইউপি মেম্বর জাহিদুল ইসলাম, আরমানের চাচা আতিয়ার রহমান, চাচী রাফেজা বেগম, দাদি রাবেয়া বেগম বলেন, আমার আরমানকে ফেরৎ চাই, আর অপরাধীদের শাস্তি চাই।