কালুখালীতে কোকোর মৃত্যুবার্ষিকী পালিত

- আপডেট সময় : ১২:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৮৭ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালীতে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সোনাপুর বাজারে মাজবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাজবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, যুগ্ম সম্পাদক সম্পাদক আব্দুল মালেক খান, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক সানাউর রহমান সানা, শহিদুল ইসলাম লিটু, মাজবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, মাজবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আব্দুস সালাম, মাজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা মোস্তাফিজুর রহমান রাজীব,কালুখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সুর্য প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্য সোনাপুর বাজারে আলোচনা সভা করতে পারছি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তার দোসররা এখনো নানা ভাবে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সংস্কারবাদীদের বিপক্ষে অবস্থান নিয়ে রাজবাড়ী জেলা বিএনপিকে সংগঠিত করেছেন এ্যাড. আসলাম মিয়া ও হারুন অর রশিদ হারুন। আরাফাত রহমান কোকো একজন ক্রিড়া সংগঠক। তার আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়।