কালুখালীতে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- / ৪০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালীতে ধান ক্ষেত থেকে অজ্ঞাতনামা (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর মাঠে মতিন মন্ডলের ধান ক্ষেতে আজিজ খাঁন একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। ধান ক্ষেতে একজন অজ্ঞাতনামা মহিলা (বয়স ৩০-৩৫) এর পঁচা গলা মৃতদেহ পড়ে আছে। তিনি ও স্থানীয় চৌকিদারকে বিষয়টি অবগত করলে সে কালুখালী থানা পুলিশকে সংবাদ দেয়। কালুখালী থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃতদেহটি পঁচা গলা ও পোকায় ধরা। মুখ মন্ডলের মাংস পচে মাথার খুলি বের হয়ে এসেছে। মৃতদেহের পড়নে ছিল নীল রংয়ের কাপড়। মৃতদেহের পরিচয় সনাক্ত ও ক্রাইমসিন প্রস্তুতের জন্য পিবিআই ও সিআইডির ফরেনসিক ইউনিটকে সংবাদ প্রেরণ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা চলমান আছে।