ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালী থেকে চোড়াই গরুসহ ২ চোর গ্রেফতার

কামাল হোসেন ॥
  • আপডেট সময় : ০২:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / ১৩২ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে পাংশা হাইওয়ে পুলিশের তৎপরতায় ময়মনসিংহ মুক্তাগাছা বিজয়পুর এলাকা থেকে চুরি হওয়া দুইটি চোড়াই গরুসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার (২১ অক্টোবর) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের মোঃ সিরাজুলের ছেলে সুলতান (২৫) ও নীলফামারী জেলার ডোমরা থানার ভূগদাপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মোঃ শুভ (২৫)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এ মামলা ছাড়াও চুরি, ছিনতাই ও মাদক মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পাংশা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদের নির্দেশনায় ময়মনসিংহ মুক্তাগাছা বিজয়পুর এলাকা থেকে চুরি হওয়া দুইটি চোড়াই গরু একটি ট্রাক যোগে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী রেলগেট এলাকায় অবস্থান করে ঢাকা মেট্রো -ন ২০-৯৮৪০ নাম্বারের একটি ট্রাকে থাকা দুটি চোড়াই গরুসহ ট্রাকের ড্রাইভার সুলতান ও হেলপার শুভকে গেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির সাথে জড়িত বলে জানান।

এ প্রসঙ্গে পাংশা হাইওয়ে থানার এএসআই মনোয়ার হুসাইন বলেন, ময়মনসিংহ মুক্তাগাছা বিজয়পুর এলাকা থেকে চুরি হওয়া দুইটি চোড়াই গরু একটি ট্রাক যোগে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে গরুসহ ট্রাক ও আসামীদেরকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

কালুখালী থেকে চোড়াই গরুসহ ২ চোর গ্রেফতার

আপডেট সময় : ০২:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

রাজবাড়ীতে পাংশা হাইওয়ে পুলিশের তৎপরতায় ময়মনসিংহ মুক্তাগাছা বিজয়পুর এলাকা থেকে চুরি হওয়া দুইটি চোড়াই গরুসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার (২১ অক্টোবর) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের মোঃ সিরাজুলের ছেলে সুলতান (২৫) ও নীলফামারী জেলার ডোমরা থানার ভূগদাপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মোঃ শুভ (২৫)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এ মামলা ছাড়াও চুরি, ছিনতাই ও মাদক মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পাংশা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদের নির্দেশনায় ময়মনসিংহ মুক্তাগাছা বিজয়পুর এলাকা থেকে চুরি হওয়া দুইটি চোড়াই গরু একটি ট্রাক যোগে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী রেলগেট এলাকায় অবস্থান করে ঢাকা মেট্রো -ন ২০-৯৮৪০ নাম্বারের একটি ট্রাকে থাকা দুটি চোড়াই গরুসহ ট্রাকের ড্রাইভার সুলতান ও হেলপার শুভকে গেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির সাথে জড়িত বলে জানান।

এ প্রসঙ্গে পাংশা হাইওয়ে থানার এএসআই মনোয়ার হুসাইন বলেন, ময়মনসিংহ মুক্তাগাছা বিজয়পুর এলাকা থেকে চুরি হওয়া দুইটি চোড়াই গরু একটি ট্রাক যোগে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে গরুসহ ট্রাক ও আসামীদেরকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।