1:04 pm, Monday, 24 March 2025

গোয়ালন্দের মাদকের গডফাদার টুপি শহীদ গ্রেপ্তার

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা। পাশেই দৌলতদিয়া পতিতাপল্লী ও দৌলতদিয়া ফেরি ঘাট। এখানে মাদকের কেনাবেচা অহরহ। হাত বাড়ালেই মেলে মাদক। দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী নেতার ছত্রছায়ায় প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে একটি চক্র। এ চক্রের অন্যতম প্রধান গডফায়ার বহুরুপি টুপি শহীদ। তিনি দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি।

মাথায় টুপি, গায়ে পাঞ্জাবী পরিহিত থাকতো সব সময়। তার ইশারায় চলতো এখানকার মাদক স্পট। সবাইকে ম্যানেজ করেই প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছিল শহীদ শেখ ওরফে টুপি শহীদ শেখ (৪৯)। সে উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার হালিম শেখের ছেলে। অবশেষে বুধবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে এ মাদকের গডফাদার।
থানা সুত্রে জানাগেছে, গত মঙ্গলবার (০১ অক্টোবর) রাত ৯টার সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল উত্তর দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫১ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী উত্তর দৌলতদিয়া পোড়াভিটার গোলাম মোস্তফা শেখের স্ত্রী সাবানা বেগম (৬০) কে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদক ব্যবসায়ী সাবানা বেগম, মাদকের গডফাদার মোঃ শহিদ শেখ ও মোছাঃ পাতা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ সেলিম মোল্যা বলেন, ধৃত আসামী সাবানা বেগম অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে ও পলাতক আসামী মোঃ শহিদ শেখ এবং মোছাঃ পাতা বেগম পরস্পরের সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাবানা বেগমকে বুধবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
দৌলতদিয়া মজিদ শেখের পাড়া এলাকার রেজাউল বলেন, শহিদ একজন ভয়ংকর মাদক কারবারী। ধর্মীয় লেবাজ ধারণ করে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় মাদকের স্বর্গরাজ্যে পরিণত করে। মাদকের ছোবলে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে। তাকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, শহীদ শেখ একজন বহুরুপি মানুষ। ধর্মীয় লেবাস ব্যবহার করে গড়ে তোলে মাদকের সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে একছত্র আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসা করে আসছিল। তাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

গোয়ালন্দের মাদকের গডফাদার টুপি শহীদ গ্রেপ্তার

Update Time : 12:49:02 pm, Thursday, 3 October 2024

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা। পাশেই দৌলতদিয়া পতিতাপল্লী ও দৌলতদিয়া ফেরি ঘাট। এখানে মাদকের কেনাবেচা অহরহ। হাত বাড়ালেই মেলে মাদক। দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী নেতার ছত্রছায়ায় প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে একটি চক্র। এ চক্রের অন্যতম প্রধান গডফায়ার বহুরুপি টুপি শহীদ। তিনি দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি।

মাথায় টুপি, গায়ে পাঞ্জাবী পরিহিত থাকতো সব সময়। তার ইশারায় চলতো এখানকার মাদক স্পট। সবাইকে ম্যানেজ করেই প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছিল শহীদ শেখ ওরফে টুপি শহীদ শেখ (৪৯)। সে উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার হালিম শেখের ছেলে। অবশেষে বুধবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে এ মাদকের গডফাদার।
থানা সুত্রে জানাগেছে, গত মঙ্গলবার (০১ অক্টোবর) রাত ৯টার সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল উত্তর দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫১ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী উত্তর দৌলতদিয়া পোড়াভিটার গোলাম মোস্তফা শেখের স্ত্রী সাবানা বেগম (৬০) কে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদক ব্যবসায়ী সাবানা বেগম, মাদকের গডফাদার মোঃ শহিদ শেখ ও মোছাঃ পাতা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ সেলিম মোল্যা বলেন, ধৃত আসামী সাবানা বেগম অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে ও পলাতক আসামী মোঃ শহিদ শেখ এবং মোছাঃ পাতা বেগম পরস্পরের সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাবানা বেগমকে বুধবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
দৌলতদিয়া মজিদ শেখের পাড়া এলাকার রেজাউল বলেন, শহিদ একজন ভয়ংকর মাদক কারবারী। ধর্মীয় লেবাজ ধারণ করে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় মাদকের স্বর্গরাজ্যে পরিণত করে। মাদকের ছোবলে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে। তাকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, শহীদ শেখ একজন বহুরুপি মানুষ। ধর্মীয় লেবাস ব্যবহার করে গড়ে তোলে মাদকের সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে একছত্র আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসা করে আসছিল। তাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে।