গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৭:০৪:০২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ৮৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১১ নভেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব ময়দান থেকে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-খুলনা মহাসড় হয়ে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নঈম আনসারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, জেলা যুবদলের সভাপতি খাইরুন আলম বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. এ.বি.এম ছাত্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা।