1:18 pm, Monday, 24 March 2025

গোয়ালন্দে দুই ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দে বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জেলা কার্যালয়ের গঠিত ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে গোয়ালন্দ বাজারের মাইনদ্দিন স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ওই একই অপরাধে মেসার্স রবিন স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। দুই প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও এ সময় বাজারের ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট এবং প্রচারপত্র বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, সংশ্লিষ্ট প্রতিনিধি জেলা পর্যায়ে গঠিত বিশেষ টার্স্কফোর্স কমিটির সদস্য, পুলিশ লাইন্সের এ এস আই মোঃ আশরাফুল ইসলাম। এসময় সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, বাজারে ন্যায্যমূল্য এবং পণ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

গোয়ালন্দে দুই ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : 12:43:04 pm, Wednesday, 19 February 2025

গোয়ালন্দে বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জেলা কার্যালয়ের গঠিত ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে গোয়ালন্দ বাজারের মাইনদ্দিন স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ওই একই অপরাধে মেসার্স রবিন স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। দুই প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও এ সময় বাজারের ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট এবং প্রচারপত্র বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, সংশ্লিষ্ট প্রতিনিধি জেলা পর্যায়ে গঠিত বিশেষ টার্স্কফোর্স কমিটির সদস্য, পুলিশ লাইন্সের এ এস আই মোঃ আশরাফুল ইসলাম। এসময় সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, বাজারে ন্যায্যমূল্য এবং পণ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ উদ্যোগ অব্যাহত থাকবে।