গোয়ালন্দের উজানচরে পাবনার চরমপন্থী নেতা শহীদ মোল্লা হত্যা মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের মো. ইদ্রিস খানের ছেলে মো. শাকিল খান (২৫) ও গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মো. হালিম খানের ছেলে হাসিবুল হাসান (২২)। নিহত শহীদ মোল্লা পাবনা জেলার আমিনপুর উপজেলার ঢালারচর ইউনিয়নের বাসিন্দা ও চরমপন্থী সর্বহারা পার্টির নেতা। তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ মোট ৫টি মামলা রয়েছে। পদ্মা নদী কেন্দ্রীক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে গত ১৩ জুলাই হত্যা করে দুর্বৃত্তরা।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গত শনিবার দিনগত রাতে ঢাকার শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত শাকিল খান ও গোয়ালন্দ উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বাীকার করেছে বলে তিনি জানান।
10:17 pm, Monday, 24 March 2025
News Title :
গোয়ালন্দে পাবনার চরমপন্থী নেতা হত্যা মামলায় ২জন গ্রেপ্তার
-
স্টাফ রিপোর্টার ॥
- Update Time : 12:19:51 pm, Sunday, 10 November 2024
- 336 Time View
Tag :
Popular Post