গোয়ালন্দে মাদকসহ ৪জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ১৭৭ বার পড়া হয়েছে
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার (১৩ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্ব পাড়ার হাসান শেখের মেয়ে সোনালী আক্তার (৩০), গোয়ালন্দ পৌর এলাকার কৃষ্ণতলা গ্রামের জামাল শেখের ছেলে আলীম শেখ (৩২, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার লক্ষিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৪) ও নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের শাহ জাহানের ছেলে সোহান শেখ (২৫)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, ১৩ নভেম্বর রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশ ০১:১৫ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন পূর্বপাড়া গরম খার গলি খেচুড়ি পট্টি মুরাদের বাড়ির উত্তর পাশ হইতে সোনালী আক্তার ও আলীম শেখকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। অপরদিকে ০৪:৩০ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বেপারীপাড়া সাকিনস্থ ফরিদপুর-ঢাকা মহাসড়কের পাশে জনৈক খোকন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে সোহান শেখ (২৫) হিদুল ইসলামকে গাজাসহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।