10:35 pm, Monday, 24 March 2025

গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা

“মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে” এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা পাড়ে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত)-এর আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে পদ্মা পাড়ে দৌলতদিয়া ৬ নং ফেরি ঘাটে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ট অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণ দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা আল রাজিব। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এসআই মো. ছগির মিয়া, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মৎস্যজীবিদের প্রতিনিধি আসলাম মোলা। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা বনি আমিন পিয়াস, নদীতে মাছ ধরা জেলে ও মৎস্য ব্যবসায়ীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষা পেলে আমাদের মৎস্যসম্পদ আরও বাড়বে। ইলিশের প্রজনন মৌসূমে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত  ২২ দিন পদ্মা ও যমুনা নদীতে ইলিশসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা

Update Time : 07:11:54 pm, Saturday, 12 October 2024

“মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে” এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা পাড়ে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত)-এর আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে পদ্মা পাড়ে দৌলতদিয়া ৬ নং ফেরি ঘাটে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ট অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণ দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা আল রাজিব। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এসআই মো. ছগির মিয়া, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মৎস্যজীবিদের প্রতিনিধি আসলাম মোলা। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা বনি আমিন পিয়াস, নদীতে মাছ ধরা জেলে ও মৎস্য ব্যবসায়ীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষা পেলে আমাদের মৎস্যসম্পদ আরও বাড়বে। ইলিশের প্রজনন মৌসূমে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত  ২২ দিন পদ্মা ও যমুনা নদীতে ইলিশসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।