গোয়ালন্দে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর ফেন্সিডিল বহন কালে গ্রেপ্তার-২
- আপডেট সময় : ১২:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৭৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলে করে বহনকালে ৬৩ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। এ-সময় তাদের কাছ থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ছোট উদাস এলাকার মো. জিয়াউর রহমানের ছেলে মো. সোহানুর রহমান (২৬) ও একই এলাকার মো. সহিদ শেখের ছেলে মো. জিহাদ শেখ (২৭)।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।
এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত ৯টার দিকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা কালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের ট্যাংকির মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬৩ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়।
র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও দেশীয় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
তিনি আরও জানান গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।