12:36 pm, Monday, 24 March 2025

গোয়ালন্দ থেকে চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন অটোচালক ফরহাদ প্রামানিক হত্যা মামলার অন্যতম আসামি বাদশা গাজী (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প। গ্রেফতারকৃত বাদশা গাজী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাজীপাড়া গ্রামের কুদ্দুস গাজীর ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

হত্যাকাণ্ডের পেছনের ঘটনা, ফরিদপুরের কোতয়ালী থানার ছাত্তার প্রামানিক ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৩০ জানুয়ারি সকালে তার ছেলে ফরহাদ প্রামানিক (২০) বাবার অটো নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। ৩১ জানুয়ারি দুপুরে কোতয়ালী থানাধীন কাচারীটেক এলাকার এক কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা মরদেহটি কলাপাতার নিচে চাপা দেওয়া ছিল। পরবর্তীতে ফরহাদের বাবা ১ ফেব্রুয়ারি কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ০১/২০২৫, ধারা: ৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

গোয়ালন্দ থেকে চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Update Time : 12:49:30 pm, Monday, 24 February 2025

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন অটোচালক ফরহাদ প্রামানিক হত্যা মামলার অন্যতম আসামি বাদশা গাজী (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প। গ্রেফতারকৃত বাদশা গাজী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাজীপাড়া গ্রামের কুদ্দুস গাজীর ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

হত্যাকাণ্ডের পেছনের ঘটনা, ফরিদপুরের কোতয়ালী থানার ছাত্তার প্রামানিক ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৩০ জানুয়ারি সকালে তার ছেলে ফরহাদ প্রামানিক (২০) বাবার অটো নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। ৩১ জানুয়ারি দুপুরে কোতয়ালী থানাধীন কাচারীটেক এলাকার এক কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা মরদেহটি কলাপাতার নিচে চাপা দেওয়া ছিল। পরবর্তীতে ফরহাদের বাবা ১ ফেব্রুয়ারি কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ০১/২০২৫, ধারা: ৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড)।