রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর হোসেন (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গোয়ালন্দ ঘাট থানার উজানচর (নতুন পাড়া) গ্রামের আব্দুল গনির ছেলে। এসময় তার দুই সহযোগি পালিয়েছে।
সোমবার বিকেল পৌনে ৪টার সময় গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদয়িা পোড়াভিটা সংলগ্ন পতিতাপল্লি নুরির গেইট বাবুর বাড়ির উঠানের উপর অভিযান পরিচালনা করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, থানার এসআই মোঃ ফরিদ মিয়া, এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্স সহ উত্তর দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন পতিতাপল্লির নুরির গেইট বাবুর বাড়ির উঠানের উপর অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ জাহাঙ্গীর হোসেন ৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর হোসেনের ডান হাতের মুঠোয় সাদা পলিথিনের ভিতর সাদা পলিথিন দিয়ে মোড়ানো ৭.৫ গ্রাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিকেলে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দৌলতদিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ম্যানেজ করে মাদক ব্যবসা করে আসছে। মাদকের অর্থে বরিশাল, দৌলতদিয়া সহ বিভিন্ন স্থানে বাড়ী, মার্কেট নির্মাণ ও গাড়ী ক্রয় করে বিপুল পরিমান সম্পদ গড়ে তুলেছে। তাকে সহ শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসছে।
9:35 pm, Monday, 24 March 2025
News Title :
দৌলতদিয়ার মাদক সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার
-
স্টাফ রিপোর্টার ॥
- Update Time : 01:41:24 pm, Monday, 28 October 2024
- 251 Time View
Tag :
Popular Post