রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে মো. আইয়ুব সরদার (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার উত্তর দৌলতদিয়া লালু মণ্ডলের পাড়ার মৃত সিরাজ সরদারের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ১ নম্বর গলির প্রবেশপথের পাশে খলিল শেখের পানের দোকানের সামনে অভিযান চালিয়ে থানা পুলিশের একটি দল ৫২ পিস ইয়াবাসহ আইয়ুব সরদারকে গ্রেফতার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।