12:50 pm, Monday, 24 March 2025

ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসট্যান্ড এলাকায় গোয়ালন্দ সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় মাহমুদুল হাসান রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মো. শফিকুল ইসলাম, জাহিদ হাসান, হিমেল, রাকিব খান, নুরতাজ আলম রবিন, শংকর কুমার, মমিনুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসনের কাছে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। পরে উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ

Update Time : 01:24:54 pm, Tuesday, 25 February 2025

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসট্যান্ড এলাকায় গোয়ালন্দ সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় মাহমুদুল হাসান রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মো. শফিকুল ইসলাম, জাহিদ হাসান, হিমেল, রাকিব খান, নুরতাজ আলম রবিন, শংকর কুমার, মমিনুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসনের কাছে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। পরে উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।