বিএনপি ক্ষমতায় আসলে ভাঙনরোধে স্থায়ী সমাধান করা হবে -এ্যাড. আসলাম মিয়া
- আপডেট সময় : ০৭:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / ১২৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শারদীয় দূর্গাপূজা মন্দির পরিদর্শন উপলক্ষে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দৌলতদিয়া বাজারে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, সহ-সভাপতি মোঃ শাহীন মৃধা, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাসেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্যা, গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ আবু সাঈদ মন্ডল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখর আহমেদ সবুজ সহ নেতাকর্মীরা।
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া বলেন, দৌলতদিয়া, গোয়ালন্দ মানুষের দাবী নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি টাকার কামাইয়ের জন্য রাজনীতিতে আসিনি। আমি আপনাদের ভাই হিসেবে এলাকার মানুষের আপদে-বিপদে ও উন্নয়নে কাজ করতে চাই। একটি মহল দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে। আপনারা বিএনপির নেতাকর্মীরা সব সময় চোঁখ-কান খোলা রাখবেন। কেউ যেন অপকর্ম করে পার না পায়। অপরাধীরা কোন দলের না।