এ কেমন শত্রুতা! দূর্বৃত্তের আগুনে পুরে ছাই ২ গরু
- আপডেট সময় : ০৬:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ২৪২ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশায় রাতের আঁধারে গোয়াল ঘরে আগুন দিয়ে ২টি গরু পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামে শহিদুল ইসলামের ছেলে সুমন হোসেনের বাড়িতে।
এ বিষয়ে বাড়ির মালিক সুমন হোসেন জানান, ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। কাউকে চিনতে না পারলেও শত্রুতাবশত: পরিকল্পিতভাবে কেউ তাদের গোয়াল ঘরে আগুন দিয়েছে বলে তিনি জানান। বাড়ির অন্যান্য সদস্যরাও আগুন দিয়ে কয়েক জনকে পালিয়ে যেতে দেখেছেন বলে জানান তিনি। এ ঘটনায় তিনি পুলিশ ও সেনা বাহিনীকে অবহিত করেছেন বলেও জানান।
তবে কি কারণে এমন শত্রুতা তা তারা বুঝতে পারছে না। আগুনের ঘটনায় দুইটি ফ্রিজিয়ান গরু পুড়ে মারা যায়। এতে তাদের আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। গরুর সাথে এ কেমন শত্রুতা! এমনটিই বলছেন গ্রাম বাসি।