পাংশায় কাবাডি-দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৭:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ১৮৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ নভেম্বর) রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতা শেষে রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আবু দারদা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা.রাশেদ খাতুন, কাচারি পাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ। এ সময় কাজী আব্দুল মাজেদ একাডেমির ক্রীড়া শিক্ষক ফিরোজ হোসেন, পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ক্রীড়া শিক্ষক তরিকুল ইসলাম, কাচারি পাড়া স্কুলের ক্রীড়া শিক্ষক শরিফুল ইসলাম, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল করিম খেলা পরিচালনা করেন।
জানা যায়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৪-২৫ এর আওতায় এ ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ান হয়েছে উপজেলা হাবাসপুর ইউনিয়নের কাচারি পাড়া স্কুল এন্ড কলেজ। রানারআপ হয়েছেন পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমি। অপর দিকে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছেন, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উম্মে তানজিলা। রানারআপ হয়েছেন, কাজী আব্দুল মাজেদ একাডেমির ছাত্রী অন্বেষা মন্ডল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।