পাংশায় চিরকুট লিখে আত্মহত্যা
- আপডেট সময় : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ২৮৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা রেল স্টেশনের পাশের একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
মৃত ওই যুবক কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পুরাতন চড়াইকোল এলাকার মোঃ রাজু প্রামানিক এর ছেলে রাকিবুল ইসলাম (২০)। সোমবার ২৫ নভেম্বর ভোর রাতে রেল স্টেশনের পাশে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী, পরে পুলিশকে খবর দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী খোকন শেখ বলেন, আমি ভোরে নামাজ পড়ে আসার পথে গাছের সাথে কিছু একটি জিনিস ঝুলে থাকতে দেখতে পাই। পাশের বাড়ির এক আপার ডেকে লাইট মেরে দেখি একটি ছেলে গলাই রশি নিয়ে আত্মহত্যা করেছে। পরে রেলের খালাসি এসে লাশ নামায়।
মৃত ওই যুবকের কাকা বাদশা বলেন, রাকিবুল আজ কয়েক মাস হল ঢাকা গেছে। সে বাড়ির আশেপাশের অনেকের কাছ থেকে টাকা নিয়েছে চাকরি দেয়ার কথা বলে। সে কাউকে চাকরি দিতে পারে নাই। অনেক দেনা মাথায় তার এই জন্যই হয়তো আত্মহত্যা করেছে।
মৃত ওই যুবকের মামা আরিফুল বলেন, রাকিব চার পাঁচ দিন আগে আমাদের বাড়িতে আসে। তাকে আমরা বলি তুই যতই দেনা থাকিস, আমরা তা পরিষদ করব তুই কোন চিন্তা করিস না। রাকিব তখন আমাকে বলে আমি বসে থেকে কি করব, খালাদের বাড়ি গিয়ে ধান কাটার কাজ করি তাহলে। এই কথা বলে আমাদের বাড়ি থেকে পাশের উপজেলায় কালুখালীতে ওর খালার বাড়িতে যায়। হঠাৎ গতকাল বিকেলে ওর খালার বাড়ি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তারপর থেকে ওর মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে। সকালে আমরা শুনতে পাই রাকিব রেল স্টেশনের পাশে একটি গাছের সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করছে। মরদেহের পাশে চিরকুটে লেখা ছিল আমার মরার জন্য কেউ দায়ী নয়, বাবা মা আমাকে মাপ করে দিও।
এ বিষয়ে পাংশা মডেল থানার এসআই সাজিদ বলেন, ভোরে আমরা সংবাদ পাই পাংশা শহরের রেল স্টেশনের পাশে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরা দেহ দেখা গেছে। ঘটনাস্থলে এসে আমরা মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।