পাংশায় জমি সংক্রান্ত বিরোধে মহিলাকে মারধর

- আপডেট সময় : ০৭:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ১২৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বেধরক মারপিট করেছে সনিয়া নামের এক গৃহবধুকে।
সনিয়ার স্বামী আনোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর পাশে বসে জানান, জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল একই এলাকার প্রতিবেশী জহুরুলের সাথে। আমাদের জমির সীমানার পাশ দিয়ে ছোট ২ টা গাছ লাগিয়েছিল জহুরুল। সে গাছ তারাই উপরে ফেলে আমাদের দোষ দিয়ে রবিবার বিকালে আমার বাড়ীর গেট ভেঙ্গে আমার স্ত্রীকে মারধর করেছে জহুরুল, আকাশ, নাহিদসহ ১০/১২ জন। এ ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশ সেনাবাহিনীর টহল দিয়েছে ওই এলাকায় পরিস্থিতি থমথমে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় সনিয়ার স্বামী আনোয়ার হোসেন বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের
করেছে।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ বলেন, ঘটনা শুনেছি তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।