পাংশায় ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭২ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেলে করে মাদকদ্রব্য বহনকালে ৯০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ মোঃ হাসিবুল (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মোঃ আঃ সামাদের ছেলে।
শুক্রবার সকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা থানার গোপালপুর এলাকার কুষ্টিয়া- রাজবাড়ীগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে। র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, অভিযানে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যের ৯০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ মোঃ হাসিবুল নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলযোগে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে শুক্রবার রাতে পাংশা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।