পাংশায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ শুরু
- আপডেট সময় : ০৭:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- / ৮১ বার পড়া হয়েছে
সাম্য ও মানবিক রাষ্ট্র কাঠামো মেরামতে রাজবাড়ীর পাংশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি’র ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
পাংশা সরকারি কলেজ, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা, পাংশা শাহজুইঁ কামিল মাদরাসা ও পাংশার বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (২১ অক্টোবর) মাছপাড়া কলেজ সহ আশপাশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী জেলা ও পাংশা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। রাজবাড়ী জেলা ছাত্রদলের নেতা সজীব রাজার নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন, যুবদল নেতা খলিলুর রহমান, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রনেতা ইমরান হোসাইন, মুন্সি কনক হাসান, মামুন হাসান, পাংশা পৌর ছাত্রদল নেতা হাবিবুল বাশার সুমন, পাংশা হেল্পলাইনের সভাপতি সাম্পান মাহমুদ, বায়েজিদ ও সফিক সহ ছাত্রদলের কর্মীবৃন্দ।
লিফলেট বিতরণ কার্যক্রমের বিষয়ে ছাত্রদল নেতা সজীব রাজা জানায়, দলীয় হাই কমান্ডের নির্দেশে সাম্য ও মানবিক রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আমরা পাংশা উপজেলায় এ কার্যক্রম চালু করেছি। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় আমরা এ বার্তা পৌঁছে দিবো।