পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনাসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৭৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৪৬ তম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জিয়া পরিষদের সাবেক সভাপতি এ.আর মাহমুদুল হক রোজেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের ব্লাড গ্রুপিং, রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা: এম.আর রনক। পরে পাংশা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু’র বাসভবন সংলগ্ন পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জিয়া পরিষদের সাবেক সভাপতি এ.আর মাহমুদুল হক রোজেন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেপুটি এটর্নি জেনারেল এ্যাড. এএসএম মোক্তার কবির খান নান্নু, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, জেলা বিএনপির অন্যতম নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফজলুল হক টুকু। এ সময় হাবাসপুর ইউনিয়ন বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম পেনু, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী শেখ,পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সভাপতি জহিরুল ইসলাম মুরাদ বিশ্বাস,যুবদল নেতা মৌরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, পৌর যুবদল নেতা ফরিদ সরদার,শরীফুল ইসলাম শফিউল্লাহসহ পাংশা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।