রাজনীতি না করেও মানুষের সেবা করা যায় -লে.জে. (অব.) মতিউর রহমান
- আপডেট সময় : ০৬:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ৯১ বার পড়া হয়েছে
অনেকেই মনে করেন রাজনীতি না করলে মানুষের সেবা করা যায় না। আমি দীর্ঘদিন ধরে চাকুরী করার পাশাপাশি রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মানুষকে নানা ভাবে সহায়তার চেষ্টা করেছি নিঃস্বার্থ ভাবে।
প্রান্তিক জনকল্যাণ সংস্থার আয়োজনে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল আলহাজ্ব আমজাদ হোসেন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অবঃ) এস এম মতিউর রহমান জুয়েল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজবাড়ী প্রান্তিক জনকল্যাণ সংস্থা, রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন, লুৎফর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের সেবা করে আসছি। আমার কাছে যারা এসেছেন আমি কখনো তাদের রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার চেষ্টাও করিনি। কোন মানুষকে স্বার্থের বিনিময় কোন উপকার করিনি। আমার বিরুদ্ধে যে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা একটি প্রচলিত নিয়মের মধ্যেই পড়ে। বিগত সরকারের আমলে বিভিন্ন কিছু হয়েছে। এ জন্য তদন্তের স্বার্থে এমন চিঠি দেওয়া হয়েছে। আমি বর্তমান সরকারকে সহায়তা করতে চাই তদন্তে। এখানে কেউ স্বাক্ষী, কেউ অভিযুক্ত বা সংশ্লিষ্ট তাই তাদের বিরুদ্ধে এটা দেওয়া হয়েছে। এটা সব সময়ই হতে থাকে। তবে এবার মনে হচ্ছে আমার জেলার কিছু মানুষ খুব খুশি হয়েছে এটার জন্য।
আমার যদি এমন শঙ্কা থাকতো তাহলে তো আমি বিদেশ থেকে আসতাম। আমাকে কেউ নিয়ে আসেনি, আমি নিজেই আসছি। আপনারা জানেন মাঝে মধ্যেই আমি বিদেশে যাচ্ছি আসছি। আমি কারো বাড়া ভাতে ছাই দিতে আসেনি। আমি রাজনীতি করলে আপনারা বুঝতে পারবেন, রাজনীতি না করেও মানুষের সহায়তা করা যায়। আমি চাকুরী জীবন শেষে করে অবসর কালীন ছুটি শেষ করে আমার এলাকায় আসছি। আর আমি আসব এটা এক মাস আগেই বলেছিলাম তারিখ ঠিক করেছিলাম। তারপর ওই চিঠি অনেকেই ভেবেছিলো আমি এর পর আর আসব না এলাকায়। আসলে আমি আমার মাটিতে আসছি। এখানে আমি পড়ালেখা করেছি। রাজনীতি না করেও মানুষের পাশে থাকা যায়।
আমাদের এলাকা সন্ত্রাসী এলাকা। আশ্রায়হীন, ভূমিহীনরা সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সাথে নিয়ে ভাল কাজ গুলো করে যেতে চাই। প্রতিবাদ করতে চাই অন্যায়ের, শালিস করে টাকা নেওয়া হয়, এখনও দখল বাজি হচ্ছে, বালি উত্তোলন করে নদী ধ্বংস করে ফেলা হচ্ছে এসব নিয়ে আমাদের সচেতন থাকা দরকার। আমি এখন অবসরে আছি মাঝে মধ্যেই গ্রামে আসব। আপনাদের সাথে মিলেমিশে সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলব।
এর আগে দুপুর ১২ টায় সড়ক পথে সাবেক সেনা কর্মকর্তা লে. জে.(অবঃ) এস এম মতিউর রহমান জুয়েল দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় পৌছালে এলাকাবাসী তাকে মোটর সাইকেল নিয়ে অভ্যর্থনা দিয়ে নিয়ে আসেন।