দবির খান, শারীরিক প্রতিবন্ধী উচ্চতা সাড়ে ৩ ফুট। তার উপার্জনের একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ি ছিল। ভ্যানটি চালিয়ে দবিরের সংসার বেশ ভালই চলছিল। সংসারে দু-বেলা দু’মুঠো ভাত অন্তত তাদের পেটে যাচ্ছিল। কিন্তু গত ২৬ সেপ্টেম্বর এই বিশেষ পদ্ধতিতে তৈরি করা ব্যাটারী চালিত ভ্যান গাড়িটি তার নিজ বাড়ির আঙিনা থেকে চুরি হয়ে যায়। ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর থেকে দবির ৪ সদস্যের পরিবার নিয়ে হতাশ হয়ে পড়েছেন। একে কিস্তির বোঝা মাথায় অন্যদিকে সংসার। এমনই ঘটনা ঘটনার শিকার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের মৃত আহমেদ খানের ছেলে দবির খান (৪০)।
দবিরের প্রবল ইচ্ছা শক্তির কাছে হার মানে প্রতিবন্ধকতা। আকারে সাড়ে তিন ফুট হওয়ায় তেমন কিছুই করতে পারেন না সে। একে তো সে প্রতিবন্ধী তারপর দরিদ্র। মানুষের কাছ থেকে চেয়ে সংসার চালানো দবির আর কারো কাছে হাত পেতে সহযোগিতা নিতে চান না। তাইতো সে স্থানীয় একটি সংস্থা (এনজিও) থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি কেনেন। কিন্তু শারীরিক গঠন বেটে হাওয়ায় ভ্যান চালাতে পারেন না সে, ভ্যানের ওপর বসলে প্যাডেল নাগাল পায় না, দবির এবার সে অনেকটাই হতাশ হয়ে পড়েন।
দবীরের স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান শারীরিক প্রতিবন্ধী। সবাই উচ্চতায় ছোট (খর্বাকৃতির) প্রতিবন্ধী পরিবার হলেও দবিরের দিনকাল মোটামুটি ভালই কাটছিল। ভিক্ষাবৃত্তি না করে দবির চেষ্টা করে নিজে কিছু করার।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে দবির বলেন, গাড়িটি চুরি হয়ে যাওয়ার পর থেকে ভীষণ কষ্টে আছি। কিভাবে সংসার চালাবো, তাই ভেবে পাচ্ছি না। অন্যদিকে কিস্তির চাপ রয়েছে প্রতি সপ্তাহে প্রায় ৫০০ টাকা। একদিন গাড়ির চাকা না ঘুরলে আমার সংসারের চাকা ও ঘুরে না। ভ্যান গাড়িটি চুরি হয়ে যাওয়ার পর থেকে এলাকার মানুষ কেউ কেউ কিছু আর্থিক সহযোগিতা করছে সেই অর্থ দিয়ে সংসার চালাচ্ছি।
বালিয়াকান্দি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান বলেন, তার একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি চুরি হয়েছে বলে জানতে পেরেছি। তিনি শারীরিক প্রতিবন্ধী, বিষয়টি নিয়ে তিনি থানায় একটি অভিযোগ করেছেন। আমি থানার অফিসার ইনচার্জ’র সাথে কথা বলবো। এটি নিয়ে যেন তারা কার্যক্রম গ্রহণ করে। আমাদের কার্যালয় থেকে তাকে আর্থিক সহযোগিতা করা গেলে আমরা আর্থিক সহযোগিতা করবো।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, শারীরিক প্রতিবন্ধী দবির খান। তার একটি ভ্যান গাড়ি চুরি হয়েছে মর্মে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। আমি সঙ্গে সঙ্গে সেখানে আমার থানার একজন অফিসারকে পাঠিয়েছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।
11:15 pm, Monday, 24 March 2025
News Title :
বালিয়াকান্দিতে খর্বাকৃতির দবিরের উপার্জনের একমাত্র বাহনটি চুরি
-
সোহেল রানা ॥
- Update Time : 02:19:45 pm, Monday, 7 October 2024
- 177 Time View
Tag :
Popular Post