12:52 pm, Monday, 24 March 2025

বালিয়াকান্দিতে তিন ফসলী জমি থেকে মাটি কেটে বিক্রি অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিন ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা ও রাজবাড়ী বারের আইনজীবী অ্যাডভোকেট রেহেনাজ পারভীন সালমা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অ্যাডভোকে রেহেনাজ পারভীন সালমা অভিযোগে উল্লেখ করেন, তিনি ও তার পিতা ৪৬ নং ইরশালবাড়ী মৌজার বিএস ৪২৯ নং খতিয়ানের ৯০৩, ৯০৪, ৮৯৮, ৮৯৯ দাগের ৪২ শতাংশ জমির মালিক। এর মধ্যে ৯০৩ ও ৯০৪ নং দাগের ১৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। কিন্তু টিএমবি ব্রিকসের মালিক মোঃ মোফাজ্জেল হোসেন মিঠু ও মোঃ তোফাজ্জেল হোসেন টিটু তাদের জমির সীমানার শেষ থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে গভীরভাবে মাটি কেটে নিচ্ছেন। এই খননের ফলে তার জমিতে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না এবং বৃষ্টি হলে তার জমির মাটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে কথা বললে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও হুমকি দেন। এই মাটি কাটার ফলে পরিবেশ ও ভূমি আইন লঙ্ঘিত হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করলেও এ বিষয়ে কোন সিদ্ধান্ত দেননি।

তবে ইটভাটা মালিক মোফাজ্জেল হোসেন মিঠু বলেন, আমি মাটি কাটছি না। জমির মালিক তছির উদ্দিন তার পুকুর সংস্কার করছেন। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

বালিয়াকান্দিতে তিন ফসলী জমি থেকে মাটি কেটে বিক্রি অভিযোগ

Update Time : 12:40:50 pm, Wednesday, 19 February 2025

রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিন ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা ও রাজবাড়ী বারের আইনজীবী অ্যাডভোকেট রেহেনাজ পারভীন সালমা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অ্যাডভোকে রেহেনাজ পারভীন সালমা অভিযোগে উল্লেখ করেন, তিনি ও তার পিতা ৪৬ নং ইরশালবাড়ী মৌজার বিএস ৪২৯ নং খতিয়ানের ৯০৩, ৯০৪, ৮৯৮, ৮৯৯ দাগের ৪২ শতাংশ জমির মালিক। এর মধ্যে ৯০৩ ও ৯০৪ নং দাগের ১৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। কিন্তু টিএমবি ব্রিকসের মালিক মোঃ মোফাজ্জেল হোসেন মিঠু ও মোঃ তোফাজ্জেল হোসেন টিটু তাদের জমির সীমানার শেষ থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে গভীরভাবে মাটি কেটে নিচ্ছেন। এই খননের ফলে তার জমিতে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না এবং বৃষ্টি হলে তার জমির মাটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে কথা বললে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও হুমকি দেন। এই মাটি কাটার ফলে পরিবেশ ও ভূমি আইন লঙ্ঘিত হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করলেও এ বিষয়ে কোন সিদ্ধান্ত দেননি।

তবে ইটভাটা মালিক মোফাজ্জেল হোসেন মিঠু বলেন, আমি মাটি কাটছি না। জমির মালিক তছির উদ্দিন তার পুকুর সংস্কার করছেন। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে।