বালিয়াকান্দিতে দুই বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
- আপডেট সময় : ১২:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ১০৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামে দুই ভাইয়ের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত দল দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে এই ডাকাতি চালায়।
সাবেক ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডাকাত দল প্রথমে বিদ্যুৎ ঘোষের বাড়ির জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। বিদ্যুৎ ঘোষকে মারধর করে চোখ-মুখ বেঁধে ফেলে। ডাকাতরা তার ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে। এরপর তারা বিপুল ঘোষের বাড়িতে গিয়ে তার ছেলেকে জিম্মি করে ঘরে ঢোকে। সেখান থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীরা থানায় কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানান ওসি।