1:44 pm, Monday, 24 March 2025

বালিয়াকান্দিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১৫ আহত, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আভ্যন্তরীণ কোন্দলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৭ জন বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তারা হলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, ইলিশকোল গ্রামের কালাম শেখের ছেলে আলম শেখ, একই গ্রামের হাসেম ভুঁইয়ার ছেলে জাহিদুল ভুঁইয়া, বালিয়াকান্দি গ্রামের মৃত ইদ্রিস মোল্যার ছেলে রুবেল মোল্যা, সাঈদ শিকদারের ছেলে আরিফ শিকদার, আমতলার কালু মিয়ার ছেলে লিটন মিয়া, পথচারী বালিয়াকান্দি গ্রামের বাদশা মোল্যার ছেলে ফিটু মোল্যা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়াকে শুক্রবার বিকেলে বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে হঠাৎ করেই সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে লাঞ্ছিত করে। বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি শহরের চৌরঙ্গী মোড়ে দু’গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরে।
এ সংঘর্ষের সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ও বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় যৌথ বাহিনী এ ঘটনায় জড়িত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আলম চুন্নু (৫৫), উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, রুবেল সহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৩ জন থানা হেফাজতে রয়েছে।
সংঘর্ষের ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী টহল ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর চুন্নুর নেতৃত্বে একটি গ্রুপ চাঁদাবাজি, দখলবাজি, মারধর সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে বিএনপির সুনাম ক্ষুন্ন করে আসছিল। আমরা তার অপকর্মের প্রতিবাদ করার কারণে শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়াকে লাঞ্ছিত করে। পরে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। রাতে আমার বাসভবনে আগুন লাগানোর চেষ্টা করে। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, সংঘর্ষেও খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা মসিউল আযম চুন্নুসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া বাদী হয়ে ১৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

বালিয়াকান্দিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১৫ আহত, গ্রেপ্তার ৩

Update Time : 12:43:41 pm, Saturday, 28 September 2024

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আভ্যন্তরীণ কোন্দলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৭ জন বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তারা হলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, ইলিশকোল গ্রামের কালাম শেখের ছেলে আলম শেখ, একই গ্রামের হাসেম ভুঁইয়ার ছেলে জাহিদুল ভুঁইয়া, বালিয়াকান্দি গ্রামের মৃত ইদ্রিস মোল্যার ছেলে রুবেল মোল্যা, সাঈদ শিকদারের ছেলে আরিফ শিকদার, আমতলার কালু মিয়ার ছেলে লিটন মিয়া, পথচারী বালিয়াকান্দি গ্রামের বাদশা মোল্যার ছেলে ফিটু মোল্যা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়াকে শুক্রবার বিকেলে বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে হঠাৎ করেই সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে লাঞ্ছিত করে। বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি শহরের চৌরঙ্গী মোড়ে দু’গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরে।
এ সংঘর্ষের সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ও বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় যৌথ বাহিনী এ ঘটনায় জড়িত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আলম চুন্নু (৫৫), উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, রুবেল সহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৩ জন থানা হেফাজতে রয়েছে।
সংঘর্ষের ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী টহল ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর চুন্নুর নেতৃত্বে একটি গ্রুপ চাঁদাবাজি, দখলবাজি, মারধর সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে বিএনপির সুনাম ক্ষুন্ন করে আসছিল। আমরা তার অপকর্মের প্রতিবাদ করার কারণে শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়াকে লাঞ্ছিত করে। পরে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। রাতে আমার বাসভবনে আগুন লাগানোর চেষ্টা করে। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, সংঘর্ষেও খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা মসিউল আযম চুন্নুসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া বাদী হয়ে ১৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।