বালিয়াকান্দিতে লেবুর বাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ১০৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুর গ্রামের একটি লেবুর বাগান থেকে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালমা আক্তার ওই ইউনিয়নের সৈয়দ আলী মন্ডলের মেয়ে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন। এর আগে শুক্রবার দিনগত রাত ১১টার দিকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৬ বছর আগে একই এলাকার ইসলাম সরদারের ছেলে আকাম উদ্দিনের সাথে পারিবারিকভাবে সালমার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু পারিবারিক অশান্তির কারণে ৫-৬ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর সালমা দুই সন্তানকে নিয়ে বাবার দেওয়া জমিতে বসবাস করছিলেন। গত শুক্রবার সকালে সালমা বাবার বাড়িতে যান, কিন্তু রাত হয়ে গেলেও ফিরে না আসায় তার ছেলে খোঁজ নিতে নানা বাড়ি যায়। সেখানে মাকে না পেয়ে বাড়ি ফেরার পথে রামদিয়া গোবিন্দপুর গ্রামের একটি লেবুর বাগানের সামনে মায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখে। পরে ওই বাগানে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, “লেবুর বাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”