ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে সালমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সোহেল রানা ॥
  • আপডেট সময় : ০৬:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে স্বামী পরিত্যক্তা নারী সালমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও মাদকবিরোধী বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গোবিন্দপুর জামে মসজিদ এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসী বহরপুর-রামদিয়া সড়কে বিক্ষোভ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম মনির, আঃ রহিম মন্ডলসহ অনেকে। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় মাদক ব্যবসা ও সেবনের হার বেড়ে গেছে। এর প্রভাবে অপকর্মের ঘটনা বাড়ছে। গত ১ নভেম্বর রাতে সালমা আক্তারকে নির্মমভাবে হত্যা করে একটি লেবু গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় প্রশাসন এখনো কোনো রহস্য উদঘাটন করতে পারেনি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং দোষীদের গ্রেফতারের মাধ্যমে সুবিচার নিশ্চিত করাসহ প্রশাসনের প্রতি  মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর রাতে গোবিন্দপুর গ্রামের সায়েল উদ্দিনের লেবু বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সালমা আক্তারের মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ। নিহতের বাবা সৈয়দ আলী মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

বালিয়াকান্দিতে সালমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৬:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে স্বামী পরিত্যক্তা নারী সালমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও মাদকবিরোধী বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গোবিন্দপুর জামে মসজিদ এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসী বহরপুর-রামদিয়া সড়কে বিক্ষোভ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম মনির, আঃ রহিম মন্ডলসহ অনেকে। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় মাদক ব্যবসা ও সেবনের হার বেড়ে গেছে। এর প্রভাবে অপকর্মের ঘটনা বাড়ছে। গত ১ নভেম্বর রাতে সালমা আক্তারকে নির্মমভাবে হত্যা করে একটি লেবু গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় প্রশাসন এখনো কোনো রহস্য উদঘাটন করতে পারেনি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং দোষীদের গ্রেফতারের মাধ্যমে সুবিচার নিশ্চিত করাসহ প্রশাসনের প্রতি  মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর রাতে গোবিন্দপুর গ্রামের সায়েল উদ্দিনের লেবু বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সালমা আক্তারের মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ। নিহতের বাবা সৈয়দ আলী মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।