ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে কমিউনিটি পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবি  মানববন্ধন  পাংশা মহাশ্মশানে ৯ দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠান ও মেলা রাজবাড়ীতে কৃষি কর্মকর্তার আপত্তিকর ভিডিও ফাঁস! গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে রাজবাড়ীতে চোরাই মালামালসহ যুবক গ্রেফতার দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ী‌তে পৌর বিএন‌পি’র সাংবা‌দিক স‌ম্মেলন গোয়ালন্দে গাঁজা চাষি গ্রেপ্তার পাংশায় মাটি বিক্রি ও রাস্তা নির্মান বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৭

বালিয়াকান্দিতে হত্যা মিশনে এসে জনতার হাতে ধরা খেল ৪ যুবক

সোহেল রানা ॥
  • আপডেট সময় : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৫৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোঃ আলম ‌শেখ (৪৫) না‌মে এক ব‌্যক্তি‌কে হত‌্যার উদ্দ্যেশে নির্যাত‌নের সময় চারজন যুবক‌কে হাতেনাতে ধরে পু‌লি‌শে দি‌য়ে‌ছে গ্রামবাসী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বালিয়াকান্দি  উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের এক‌টি প‌রিত‌্যক্ত টুকুর ইটভাটায় এ ঘটনা ঘটে। আহত আলম‌কে বা‌লিয়াকা‌ন্দি হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।‌ সে ময়মন‌সিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সে‌লিম শে‌খের ছেলে ও বর্তমা‌নে সে টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী। আটককৃতরা হ‌লো, ঠাকুরগায়ের সদর থানার হ‌রেন রা‌য়ের ছে‌লে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শে‌খের ছে‌লে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শে‌খের ছে‌লে আবু বক্কর সি‌দ্দিক (১৮) ও রাজবাড়ী সদ‌রের ধুন‌চির আনু মন্ড‌লের ছে‌লে ফরহাদ মন্ডল (৩৮)।

জানা‌গে‌ছে, বা‌লিয়াকা‌ন্দির  সদর ইউনিয়নের জা‌কিরের ইটভাটার শ্রমিক ফরহাদের স্ত্রীর সা‌থে পরকীয়া সম্পর্ক ‌ছিল মাংস ব‌্যবসায়ী আল‌মের। তারই জের ধ‌রে প্রলোভন দে‌খি ফরহাদ প‌রিকল্পনা ক‌রে তা‌কে রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির ভীমনগর গ্রামে এনে স্থানীয় এক‌টি প‌রিত‌্যক্ত হটভাটায় নি‌য়ে রাত ৮টার দি‌কে ৪ জন মি‌লে জী‌বিত মা‌টি‌তে পু‌তে হত‌্যার চেষ্টা ক‌রে। এ সময় তার চিৎকা‌রে স্থানীয় এগি‌য়ে তা‌কে উদ্ধার ও হত‌্যা চেষ্টাকারী ৪ জন‌কে ধ‌রে গণ‌ধোলাই দি‌য়ে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেয়।

বালিয়াকান্দি থানার ও‌সি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,  খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে পৌ‌ছে জনগ‌ণের কাছ থে‌কে ৪ জন‌কে উদ্ধার ক‌রে পুলিশি হেফাজ‌তে নেওয়া হয়।  আহত এক ব‌্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে। এ বিষ‌য়ে আরও তথ‌্য উপা‌ত্ত সংগ্রহ পূর্বক আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ কর‌া হ‌বে।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

বালিয়াকান্দিতে হত্যা মিশনে এসে জনতার হাতে ধরা খেল ৪ যুবক

আপডেট সময় : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোঃ আলম ‌শেখ (৪৫) না‌মে এক ব‌্যক্তি‌কে হত‌্যার উদ্দ্যেশে নির্যাত‌নের সময় চারজন যুবক‌কে হাতেনাতে ধরে পু‌লি‌শে দি‌য়ে‌ছে গ্রামবাসী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বালিয়াকান্দি  উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের এক‌টি প‌রিত‌্যক্ত টুকুর ইটভাটায় এ ঘটনা ঘটে। আহত আলম‌কে বা‌লিয়াকা‌ন্দি হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।‌ সে ময়মন‌সিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সে‌লিম শে‌খের ছেলে ও বর্তমা‌নে সে টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী। আটককৃতরা হ‌লো, ঠাকুরগায়ের সদর থানার হ‌রেন রা‌য়ের ছে‌লে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শে‌খের ছে‌লে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শে‌খের ছে‌লে আবু বক্কর সি‌দ্দিক (১৮) ও রাজবাড়ী সদ‌রের ধুন‌চির আনু মন্ড‌লের ছে‌লে ফরহাদ মন্ডল (৩৮)।

জানা‌গে‌ছে, বা‌লিয়াকা‌ন্দির  সদর ইউনিয়নের জা‌কিরের ইটভাটার শ্রমিক ফরহাদের স্ত্রীর সা‌থে পরকীয়া সম্পর্ক ‌ছিল মাংস ব‌্যবসায়ী আল‌মের। তারই জের ধ‌রে প্রলোভন দে‌খি ফরহাদ প‌রিকল্পনা ক‌রে তা‌কে রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির ভীমনগর গ্রামে এনে স্থানীয় এক‌টি প‌রিত‌্যক্ত হটভাটায় নি‌য়ে রাত ৮টার দি‌কে ৪ জন মি‌লে জী‌বিত মা‌টি‌তে পু‌তে হত‌্যার চেষ্টা ক‌রে। এ সময় তার চিৎকা‌রে স্থানীয় এগি‌য়ে তা‌কে উদ্ধার ও হত‌্যা চেষ্টাকারী ৪ জন‌কে ধ‌রে গণ‌ধোলাই দি‌য়ে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেয়।

বালিয়াকান্দি থানার ও‌সি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,  খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে পৌ‌ছে জনগ‌ণের কাছ থে‌কে ৪ জন‌কে উদ্ধার ক‌রে পুলিশি হেফাজ‌তে নেওয়া হয়।  আহত এক ব‌্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে। এ বিষ‌য়ে আরও তথ‌্য উপা‌ত্ত সংগ্রহ পূর্বক আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ কর‌া হ‌বে।