রাজবাড়ী থেকে চুরি হওয়া গরুসহ ৩ চোর টাঙ্গাইলে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ১৮৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে চুরি হওয়া গরু সহ ৩জন চোরকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের মোঃ ইউনুছ আলী শেখের ছেলে মোঃ হযরত আলী শেখ (৩৯), রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মোঃ হাচেন আলী শেখের ছেলে মোঃ আখের আলী শেখ (৪০) ও জামালপুর জেলা সদরের রশিদপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান মিয়ার ছেলে মোঃ রইন উদ্দিন (৩৫)।
জানাগেছে, বুধবার রাতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য মৃত আব্দুল সাত্তারে স্ত্রী সাহিদা বেগমের বাড়ির গোয়াল থেকে একটি গাভি গরু চুরি হয়। গরুর মালিক সাহিদা বেগম বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই এসআই শরিফ আব্দুল বাকি সঙ্গীয় ফোর্স নিয়ে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার একটি গ্রামে চোরাই গরুর খামারের সামনে থেকে কালিহাতি থানা পুলিশের সহয়োগীতায় গরুসহ ৩ চোরকে গ্রেফতার করে। এসময় গরু বহনকারী ট্রাক চালক পালিয়ে যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে চোরাই গরু সহ ৩জন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে শনিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।