লগি-বৈঠার বর্বরোচিত হামলায় জড়িতদের বিচারের দাবীতে বালিয়াকান্দিতে জামায়াতের বিক্ষোভ
- আপডেট সময় : ০১:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৫৭ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি- বৈঠার বর্বরোচিত হামলায় জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বালিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে সোমবার বিকালে বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগা ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ও বালিয়াকান্দি উপজেলা শাখার জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোঃ আব্দুল হাই জোয়াদ্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর এ্যাড. মোঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জামায়াত ইসলামীর রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলার বহরপুর ইউনিয়ন শাখার আমীর গোলাম মোস্তফা, জামালপুর ইউনিয়ন শাখার আমীর মওলানা ইসাক আলী, নারুয়া ইউনিয়ন শাখার সভাপতি নুরুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান মিরাজ, বালিয়াকান্দি সদর ইউনিয়নের সভাপতি আবুল কাশেম, জামায়াতের সাবেক সেক্রেটারী খোন্দকার মনির আযম মুন্নু, বালিয়াকান্দি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তালহা প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলায় জড়িতদের বিচারের দাবী জানান।