ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসকন নি‌ষি‌দ্ধের দা‌বি‌তে রাজবাড়ী‌তে  বি‌ক্ষোভ

স্টাফ রিপোর্টার॥
  • আপডেট সময় : ০৪:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • / ৪১ বার পড়া হয়েছে

চ‌ট্টোগ্রা‌মে মস‌জিদ ভাংচুর ও  আইনজী‌বি হত‌্যার প্রতিবাদ এবং হিন্দুত্ববাদী জ‌ঙ্গি সংগঠন ইসকন নি‌ষি‌দ্ধের দা‌বি‌তে রাজবাড়ী বি‌ক্ষোভ ও সমা‌বেশ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার দুপুর আড়াইটার দি‌কে জেলা ইমাম ক‌মিটির আয়োজ‌নে শহ‌রের আজাদী ময়দান থেকে শহ‌রে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের হয়।

বি‌ক্ষোভ মি‌ছিল‌টি শহ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে ১নং রেল‌গেট সংলগ্ন মু‌ক্তি‌যুদ্ধ স্মৃ‌তিস্ত‌ম্ভে এসে সং‌ক্ষি‌প্ত সমা‌বেশে ক‌রে । বি‌ক্ষো‌ভে জেলা ইমাম ক‌মি‌টি ছাড়াও স‌চেতন নাগ‌রিক সমাজসহ শতশত মুসলমানরা উপ‌স্থিত ছি‌লেন। বক্তারা রাজবাড়ী‌তে ইসক‌নের কর্মকান্ড বন্ধ এবং দে‌শের স্বাধীনতা রক্ষার্থে বু‌কের তাজা রক্ত দি‌তেও তারা প্রস্তুত আছেন ব‌লে জানান।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

ইসকন নি‌ষি‌দ্ধের দা‌বি‌তে রাজবাড়ী‌তে  বি‌ক্ষোভ

আপডেট সময় : ০৪:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

চ‌ট্টোগ্রা‌মে মস‌জিদ ভাংচুর ও  আইনজী‌বি হত‌্যার প্রতিবাদ এবং হিন্দুত্ববাদী জ‌ঙ্গি সংগঠন ইসকন নি‌ষি‌দ্ধের দা‌বি‌তে রাজবাড়ী বি‌ক্ষোভ ও সমা‌বেশ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার দুপুর আড়াইটার দি‌কে জেলা ইমাম ক‌মিটির আয়োজ‌নে শহ‌রের আজাদী ময়দান থেকে শহ‌রে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের হয়।

বি‌ক্ষোভ মি‌ছিল‌টি শহ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে ১নং রেল‌গেট সংলগ্ন মু‌ক্তি‌যুদ্ধ স্মৃ‌তিস্ত‌ম্ভে এসে সং‌ক্ষি‌প্ত সমা‌বেশে ক‌রে । বি‌ক্ষো‌ভে জেলা ইমাম ক‌মি‌টি ছাড়াও স‌চেতন নাগ‌রিক সমাজসহ শতশত মুসলমানরা উপ‌স্থিত ছি‌লেন। বক্তারা রাজবাড়ী‌তে ইসক‌নের কর্মকান্ড বন্ধ এবং দে‌শের স্বাধীনতা রক্ষার্থে বু‌কের তাজা রক্ত দি‌তেও তারা প্রস্তুত আছেন ব‌লে জানান।