রাজবাড়ীতে সরকারী জমি ব্যক্তি মালিকানায় মিউটেশনের চেষ্টা, প্রভাব বিস্তার ও হুমকি-ধামকির অভিযোগে ছেলে আলাউদ্দিন (৩০) কে কারাদণ্ড ও পিতা শামসুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শামসুল আলম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের তালেব আলীর ছেলে।
রবিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানাগেছে, শামসুল আলম ও তার ছেলে আলাউদ্দিন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সরকারী জমি নিজেদের নামে মিউটেশন করতে যান। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তেগীরের সাথে মিউটেশন করে না দেওয়ায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ও হুমকি প্রদর্শন করে। এ কারণে আলাউদ্দিনকে মোবাইল কোর্টে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে রাজবাড়ী সদর ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার আঃ করিম শিকদার বাদী হয়ে সরকারী জমি ব্যক্তি মালিকানায় মিউটেশনের চেষ্টার অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করে। পুলিশ শামসুল আলমকে গ্রেপ্তার করে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তেগীর বলেন, মোবাইল কোর্টে হুমকি-ধামকি ও খারাপ আচরণ করায় আলাউদ্দিনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার পিতার বিরুদ্ধে সরকারী সম্পত্তি আত্নসাতের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
2:22 pm, Friday, 9 May 2025
News Title :
জমি নিয়ে জালিয়তির চেষ্টা : রাজবাড়ীতে ছেলেকে কারাদণ্ড ও পিতার নামে মামলা
-
সোহেল রানা ॥
- Update Time : 01:08:54 pm, Sunday, 6 October 2024
- 160 Time View
Tag :
Popular Post