রাজবাড়ী পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে মাছ ধরা জেলেদের হামলায় সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল ও প্রাক্তন অফিস সহায়ক মোঃ রুহুল আমিন আহত হয়েছেন। আহতদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার অন্তর মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের প্রনোদনা দেওয়া হয়েছে। তারপরও অসাধু জেলেরা মাছ শিকার করছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। রবিবার সকালে আমরা ধাওয়াপাড়া ফেরি ঘাটের একটি বরফ কল বন্ধ করা হয়। আমাদের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল ও প্রাক্তন অফিস সহায়ক মোঃ রুহুল আমিন অন্তর মোড় এলাকায় ইলিশসহ জেলেদের আটক করে। জেলেরা তাদেরকে মারধর করে মাছ ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ সহ আমরা সেখানে গিয়ে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করি। রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
11:45 am, Friday, 9 May 2025
News Title :
পদ্মা নদীতে জেলেদের হামলায় কর্মকর্তাসহ ২জন আহত
-
সোহেল রানা ॥
- Update Time : 01:21:09 pm, Sunday, 20 October 2024
- 180 Time View
Tag :
Popular Post