1:05 pm, Monday, 24 March 2025

বন্ধুদের সঙ্গে পদ্মায় সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ 

রাজবাড়ীতে পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে আসিফ মুস্তাহিদ (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ আসিফ রাজবাড়ী পৌরসভার ধুঞ্চী এলাকার আবুল কালাম আজাদের ছেলে। সে রাজবাড়ী ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আসিফ ও তার তিন বন্ধু আকিবুল, রাফি ও সানি পদ্মা নদীর গোদারবাজার ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে তারা চারজন মিলে পদ্মা নদীর মাঝে জেগে ওঠা চরে সাঁতার কেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সবাই সাঁতার কেটে চরে পৌঁছে যায়। দুপুর ১২টার দিকে তারা চর থেকে সাঁতার কেটে ঘাটে ফেরার সিদ্ধান্ত নেয়। আকিবুল, রাফি ও সানি তিনজন সাঁতার কেটে ঘাটে ফিরতে পারলেও আসিফ নদীর স্রোতে তলিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর ২টার দিকে ফরিদপুর থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল পাঁচটা পর্যন্ত উদ্ধারকাজ চললেও কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পরিবারের অনুরোধ থাকলে আগামীকাল আবার উদ্ধারকাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আসিফের সঙ্গে থাকা বন্ধু সানি জানান, “আমরা প্রথমে ঘাটেই গোসল করি। পরে সাঁতার কেটে নদীর মাঝে জেগে ওঠা চরে যাই। সেখান থেকে ফেরার সময় স্রোতে আসিফ তলিয়ে যায়।”

আসিফের মামাতো ভাই ইয়াসির আরাফাত বলেন, “আমাদের বাড়ি পদ্মা নদীর কূল থেকে মাত্র ৫০০ মিটার দূরে। ফলে ওরা নিয়মিত পদ্মায় সাঁতার কাটে। আজকে সাঁতার কেটে কূল থেকে প্রায় ২০০ মিটার দূরের চরে যায়। ফেরার সময় আসিফ নিখোঁজ হয়ে যায়।”

ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মো. ইনছার আলী জানান, “আমরা দুপুর ২টা থেকে নদীতে খোঁজ শুরু করেছি। বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েছি, কিন্তু কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পরিবার চাইলে আগামীকাল আবার উদ্ধার কাজ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

বন্ধুদের সঙ্গে পদ্মায় সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ 

Update Time : 06:50:25 pm, Saturday, 8 February 2025

রাজবাড়ীতে পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে আসিফ মুস্তাহিদ (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ আসিফ রাজবাড়ী পৌরসভার ধুঞ্চী এলাকার আবুল কালাম আজাদের ছেলে। সে রাজবাড়ী ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আসিফ ও তার তিন বন্ধু আকিবুল, রাফি ও সানি পদ্মা নদীর গোদারবাজার ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে তারা চারজন মিলে পদ্মা নদীর মাঝে জেগে ওঠা চরে সাঁতার কেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সবাই সাঁতার কেটে চরে পৌঁছে যায়। দুপুর ১২টার দিকে তারা চর থেকে সাঁতার কেটে ঘাটে ফেরার সিদ্ধান্ত নেয়। আকিবুল, রাফি ও সানি তিনজন সাঁতার কেটে ঘাটে ফিরতে পারলেও আসিফ নদীর স্রোতে তলিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর ২টার দিকে ফরিদপুর থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল পাঁচটা পর্যন্ত উদ্ধারকাজ চললেও কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পরিবারের অনুরোধ থাকলে আগামীকাল আবার উদ্ধারকাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আসিফের সঙ্গে থাকা বন্ধু সানি জানান, “আমরা প্রথমে ঘাটেই গোসল করি। পরে সাঁতার কেটে নদীর মাঝে জেগে ওঠা চরে যাই। সেখান থেকে ফেরার সময় স্রোতে আসিফ তলিয়ে যায়।”

আসিফের মামাতো ভাই ইয়াসির আরাফাত বলেন, “আমাদের বাড়ি পদ্মা নদীর কূল থেকে মাত্র ৫০০ মিটার দূরে। ফলে ওরা নিয়মিত পদ্মায় সাঁতার কাটে। আজকে সাঁতার কেটে কূল থেকে প্রায় ২০০ মিটার দূরের চরে যায়। ফেরার সময় আসিফ নিখোঁজ হয়ে যায়।”

ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মো. ইনছার আলী জানান, “আমরা দুপুর ২টা থেকে নদীতে খোঁজ শুরু করেছি। বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েছি, কিন্তু কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পরিবার চাইলে আগামীকাল আবার উদ্ধার কাজ করা হবে।”