ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজবাড়ী‌তে কৃষকদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌তে র‌্যালী

স্টাফ রিপোর্টার ॥
  • আপডেট সময় : ০৬:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / ৭৩ বার পড়া হয়েছে

রাজবাড়ী‌তে বাংলা‌দেশ জাতীয়তাবাদী কৃষকদ‌লের ৪৪তম প্রতিষ্ঠাবা‌র্ষিকীতে র‌্যা‌লি অনু‌ষ্ঠিত হ‌য়েছে। শুক্রবার দুপু‌রে জেলা কৃষকদ‌লের আয়োজ‌নে পৌর ক‌মিউনি‌টি সেন্টা‌রের সাম‌নে থে‌কে এক‌টি র‌্যা‌লি বের হয়।

র‌্যা‌লি‌টি শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পৌর ক‌মিউনিটি সেন্টা‌রের সাম‌নে এসে সং‌ক্ষিপ্ত সমা‌বেশের মাধ‌্যমে শেষ হয়। পরে সেখা‌নে কেঁক প্রতিষ্ঠাবা‌র্ষিকী উদযাপন ক‌রেন নেতাকর্মীরা। র‌্যা‌লি‌ ও সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, কেন্দ্রীয় কৃষকদ‌লের সাধারন সম্পাদক শ‌হিদুল ইসলাম বাবুল। এ সময় জেলা, উপ‌জেলা ও পৌরসভার সকল ইউনিটের কৃষকদ‌লের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ী‌তে কৃষকদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌তে র‌্যালী

আপডেট সময় : ০৬:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ী‌তে বাংলা‌দেশ জাতীয়তাবাদী কৃষকদ‌লের ৪৪তম প্রতিষ্ঠাবা‌র্ষিকীতে র‌্যা‌লি অনু‌ষ্ঠিত হ‌য়েছে। শুক্রবার দুপু‌রে জেলা কৃষকদ‌লের আয়োজ‌নে পৌর ক‌মিউনি‌টি সেন্টা‌রের সাম‌নে থে‌কে এক‌টি র‌্যা‌লি বের হয়।

র‌্যা‌লি‌টি শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পৌর ক‌মিউনিটি সেন্টা‌রের সাম‌নে এসে সং‌ক্ষিপ্ত সমা‌বেশের মাধ‌্যমে শেষ হয়। পরে সেখা‌নে কেঁক প্রতিষ্ঠাবা‌র্ষিকী উদযাপন ক‌রেন নেতাকর্মীরা। র‌্যা‌লি‌ ও সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, কেন্দ্রীয় কৃষকদ‌লের সাধারন সম্পাদক শ‌হিদুল ইসলাম বাবুল। এ সময় জেলা, উপ‌জেলা ও পৌরসভার সকল ইউনিটের কৃষকদ‌লের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।